Om Raut Kisses Kriti Sanon: তিরুপতি মন্দির চত্বরে পর্দার সীতা কীর্তিকে চুমবন কেন? শোরগোল বিজেপি নেতার
আদিপুরুষের শেষ ট্রেলার মুক্তির জেরে তিরুপতি বালাজি মন্দিরে যায় গোটা টিম। বালাজি দর্শনের পর কীর্তি শ্যানন যখন গাড়িতে উঠতে যান, তখন অভিনেত্রীকে বিদায়ি চুম্বন করেন আদিপুরুষের পরিচালক।
তিরুপতি, ৮ জুন: তিরুপতি (Tirupati) মন্দিরে গিয়ে পরিচালক ওম রাউত কেন কীর্তি শ্যাননকে ( Kriti Sanon) চুম্বন করলেন, তা নিয়ে জোর বিতর্ক জুড়ে দেন অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা রমেশ নাইডু। বিজেপি নেতা বলেন, তিরুপতি মন্দিরের মত স্থানে যে বেঙ্কটেশ্বরের বাস, সেখানে কেন এই ধরনের ব্যবহার? আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত কেন মন্দির চত্বরে অভনেত্রী কীর্তি শ্যাননকে চুম্বন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও এ বিষয়ে ওম রাউত বা অভিনেত্রী কীর্তি শ্যাননের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
View this post on Instagram
প্রসঙ্গত আদিপুরুষের শেষ ট্রেলার মুক্তির জেরে তিরুপতি বালাজি মন্দিরে যায় গোটা টিম। বালাজি দর্শনের পর কীর্তি শ্যানন যখন গাড়িতে উঠতে যান, তখন অভিনেত্রীকে বিদায়ি চুম্বন করেন আদিপুরুষের পরিচালক। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোরদার বিতর্ক জুড়ে দেন অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা।