Abhishek Bachchan as Bob Biswas: বব বিশ্বাসের চরিত্রে অভিষেক বচ্চন! কেন বাদ পড়লেন শাশ্বত চ্যাটার্জি
চোখে চশমা সাঁটা, সাদামাটা ময়লা জামাকাপড়, অগোছালো চুল, আদ্যোপান্ত ছাপোষা মধ্যবিত্ত এক বাঙালি। দেখতে নিপাট ভদ্রলোক হলেও একজন সিরিয়াল কিলার (Serial Killer)। চরিত্রটি একটি হিন্দি ছবির। নামটা মনে আসছে? হ্যাঁ বলতে চাইছি সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ (Kahani) ছবির কথা। এই ছবিরই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বব বিশ্বাস (Bob Biswas)। কিন্তু বব বিশ্বাসের চরিত্রে এবার আর শাশ্বত চ্যাটার্জিকে (Saswata Chatterjee) দেখা যাবে না।
মুম্বই, ২৬ নভেম্বর: চোখে চশমা সাঁটা, সাদামাটা ময়লা জামাকাপড়, অগোছালো চুল, আদ্যোপান্ত ছাপোষা মধ্যবিত্ত এক বাঙালি। দেখতে নিপাট ভদ্রলোক হলেও একজন সিরিয়াল কিলার (Serial Killer)। চরিত্রটি একটি ছবির। নামটা মনে আসছে? হ্যাঁ বলতে চাইছি সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ (Kahani) ছবির কথা। এই ছবিরই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বব বিশ্বাস (Bob Biswas)। কিন্তু বব বিশ্বাসের চরিত্রে এবার আর শাশ্বত চ্যাটার্জিকে (Saswata Chatterjee) দেখা যাবে না। তাঁর বদলে বব বিশ্বাসের ভূমিকায় এবার দেখা যাবে জুনিয়র বচ্চন অর্থাৎ অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল হৈচৈ।
আরও চমক রয়েছে। এবার প্রযোজকের ভূমিকায় সুজয় ঘোষ (Sujoy Ghosh)। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। দিন দুয়েক আগেই, রেড চিলি এন্টারটেইনমেন্টসের কর্ণধার তথা প্রযোজক শাহরুখ খান (Shahrukh Khan) ঘোষণা করেছিলেন বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন অভিষেক। যা নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিলেন নেটিজেনরা। শাশ্বত থাকতে কেন অভিষেককে বেছে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ বব বিশ্বাস চরিত্রে শাশ্বত-র অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকমনে। আর তাই বোধ হয় বব বিশ্বাসের মতো একটা চরিত্রে কিছুতেই অভিষেক বচ্চনকে মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ! আরও পড়ুন: Aparajitha Ayodhya: অয্যোধ্যা মামলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, 'অপরাজিত অযোধ্যায়' প্রযোজক কঙ্গনা রানাওয়াত
বব বিশ্বাসই যখন ছবির কেন্দ্রীয় চরিত্র, তখন আন্দাজ করাই যায় ছবি হতে চলেছে থ্রিলারধর্মী। জানা গিয়েছে কলকাতাতেই (Kolkata) হচ্ছে ছবির শুটিং। ২১ দিন চলবে শুটিং শিডিউল। সুজয় ঘোষের বাউন্ড স্ক্রিপ্ট এবং কিং খানের রেড চিলি এন্টাটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবি।