Bangladesh Protest: 'মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না', স্বস্তিকা থেকে সোনম, বাংলাদেশের মানুষের জন্য 'প্রার্থনা' ভারতীয় তারকাদের

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলাদেশের বিক্ষোভের একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। স্বস্তিকা বলেন, 'গুলি চালালে আর ভালো হবে না। সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না, বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না’।

Bagladesh (Photo Credit: ANI/Twitter)

ঢাকা, ৫ অগাস্ট: ফের উত্তাল বাংলাদেশ (Bangladesh)। কোটা বিরোধী আন্দোনের রেশ কাটতে না কাটতেই এবার শেখ হাসিনা সরকারকে (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত করার দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে ভারতের পড়শি দেশে। ক্ষমতাসীন আওয়ামী লিগের একাধিক নেতা, মন্ত্রীর বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ করছে বলে অভিযোগ। কখনও চাঁদপুর আবার কখনও বরিশাল, আওয়ামী লিগের নেতা, মন্ত্রীদের বাড়িতে বিক্ষোভকারীরা প্রবেশ করে, জোরদার ভাঙচুর করছে বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের নিরস্ত করতে বাংলাদেশের সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকী এই আন্দোলন, অবরোধের পিছনে পাকিস্তানের (Pakistan) মদত রয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।

আরও পড়ুন: Bangladesh: ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, মৃত্যু ৯৭ জনের, ভারতকে সতর্ক করল দিল্লি

অগ্নিগর্ভ বাংলাভাবে বাংলাদেশে না যান, সে বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা। এসবের মধ্যে এবার ভারতের অভিনেতাদের পোস্টেও বাংলাদেশের উল্লেখ চোখে পড়ছে।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বাংলাদেশের বিক্ষোভের একটি ভিডিয়ো শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। স্বস্তিকা বলেন, 'গুলি চালালে আর ভালো হবে না। সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না, বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না’।

দেখুন স্বস্তিকার পোস্ট...

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত সোনম কাপুরও (Sonam Kapoor)। সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশি মানুষের জন্য সবাই মিলে প্রার্থনা করুন।

দেখুন সোনমের পোস্ট...

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও। তিনি লেখেন, 'ক্রিকেটের জার্সিতে বাঘটা ভুয়া । আসল বাঘগুলো ক্লাসরুম থেকে বেরিয়েছে। এক একটা ছাত্র এক একটা বাঘ ।'

দেখুন অভিনেতার পোস্ট...