Kirron Kher: কেমন আছেন ক্যানসার আক্রান্ত কিরণ খের? বাড়ছে জল্পনা

কিরণের সঙ্গে অনুপম খের, পাইল ছবি

মুম্বই, ২২ মে: কেমন আছেন কিরণ খের? যে প্রশ্নের উত্তরে অনুপম খের জানান, কিরণ আপাতত ভাল আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ক্রমশ। এই লড়াইটা খুব শক্ত কিন্তু কিরণের উন্নতি ক্রমশ হচ্ছে বলে জানান অনুপম খের (Anupam Kher)।

একটি সর্বভাতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি হাজির হন অনুপম খের। সেখানে তিনি জানান, লকডাউন (Lockdown) এবং করোনা (COVDI 19) পরিস্থিতিকে জটিল করে তুলেছে কিন্তু ক্রমশ উন্নতি হচ্ছে কিরণের। করোনা পরিস্থিতিতে কিরণ বাইরে বের হতে পারছেন না। মানুষের সঙ্গে কথা বলতে পারছেন না। ফলে এই লড়াইটা আরও শক্ত হয়ে উঠছে তাঁর কাছে। তবে কিরণ শক্ত মনের মানুষ। নিশ্চয়ই এই লড়াইয়ে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন অনুপম খের।

আরও পড়ুন: Shreya Ghoshal: সুখবর, মা হলেন শ্রেয়া ঘোষাল

পাশাপাশি কিরণের কেমোথেরাপি চলছে। শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুপম খের।

চলতি বছরের এপ্রিলে ক্যানসার ধরা পড়ে কিরণ খেরের। জানা যায়, ব্লাড ক্যানসারে আক্রান্ত কিরণ খের। তখন থেকেই অভিনেত্রীর অনুরাগীদর মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে। সম্প্রতি স্বামী কিরণ খেরের সঙ্গে কোভিড ভ্যাকসিনও নিতে দেখা যায় কিরণ খেরকে।



@endif