Alia Bhatt: কোভিড আক্রান্ত আলিয়া, বিমর্ষ নায়িকা
মুম্বই, ৫ এপ্রিল : করোনায় আক্রান্ত আলিয়া ভাট (Alia Bhatt)। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতেই ঘরবন্দি রয়েছেন আলিয়া। কোভিডে আক্রান্ত আলিয়া এবার শেয়ার করলেন নিজের ছবি। যে ছবি দেখে আলিয়া ভালবাসা জানান নীতু কাপুর(Neetu Kapoor) এবং রিদ্ধিমা কাপুররা।
রণবীর কাপুরের (Ranbir Kapoor) পর করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট। নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখে চিকিৎসকের কথা মতো চলছেন নায়িকা। মেয়েকে নিয়ে সম্প্রতি তাঁর চিন্তা প্রকাশ করে ফেলেন সোনি রাজদান। আলিয়া কবে সুস্থ হবে, করোনার (Corona) প্রকোপ কবে কমবে, তা নিয়ে তিনি ভয়ে সিঁটিয়ে রয়েছেন বলে জানান সোনি।
আরও পড়ুন : Dia Mirza : ফুরফুরে হাওয়ায় বাগানে অন্তঃসত্ত্বা দিয়া, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে নায়িকার
View this post on Instagram
এদিকে আলিয়ার পর বলিউডের (Bollywood) একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : মাথা ভাঙা, পা ভাঙা নিয়ে লড়ছেন মমতা, তৃণমূলের পাশে জয়া
অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে বিকি কৌশল, ভূমি পেদনেকর, গোবিন্দারা (Govinda) করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে জানান অক্ষয় কুমার। তবে সুস্থ হয়ে শিগগিরই তিনি বাড়িতে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন আক্কি।