Akshay Kumar Covid Positive: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, যাচ্ছেন না আম্বানিদের অনুষ্ঠানে

রিপোর্ট হাতে পাওয়ার পরেই নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন অক্ষয়। করোনা সংক্রমিত হওয়ার ফলে এদিন অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে কোনমতেই যেতে পারবেন না অভিনেতা।

Akshay Kumar Covid Positive: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, যাচ্ছেন না আম্বানিদের অনুষ্ঠানে

মুম্বই, ১২ জুলাইঃ নিজে গিয়ে তাঁর বাড়িতে বিয়ের আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন অনন্ত আম্বানি (Anant Ambani)। কিন্তু তা সত্ত্বেও আম্বানিদের অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে পারবেব না অক্ষয় কুমার (Akshay Kumar)। শুক্রবার সকালেই নিজের করোনা আক্রান্ত

(Covid 19) হওয়ার রিপোর্ট হাতে পেয়েছেন অভিনেতা। 'সারফিরা'র (Sarfira) মুক্তি নিয়ে ক'দিন ধরেই প্রচারে ব্যস্ত ছিলেন বলিউড খিলাড়ি। মাঝে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। জানতে পারেন তাঁর প্রচার টিমের কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। এরপর অভিনেতা নিজের কোভিড টেস্ট করান। রিপোর্টে দেখা যায়, তিনি কোভিড পজিটিভ। রিপোর্ট হাতে পাওয়ার পরেই নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন অক্ষয়। করোনা সংক্রমিত হওয়ার ফলে এদিন অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে কোনমতেই যেতে পারবেন না অভিনেতা।

আরও পড়ুনঃ অনন্ত-রাধিকার বিয়ের দিন সকাল থেকেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি, জলমগ্ন বিমানবন্দরের রাস্তা

আজ ১২ জুলাই শুক্রবার বছরের সবচেয়ে বড় বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে দেশবাসী। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির শুভ বিবাহ আজ (Anant-Radhika Wedding)। জিও ওয়ার্ল্ড সেন্টারে বসবে রাজকীয় বিয়ের আসর। বলিউড তারকা, রাজনৈতিক নেতা, ক্রিকেটরের পাশাপাশি আম্বানিদের আমন্ত্রিতের তালিকায় রয়েছেন বিদেশের নামীদামী ব্যক্তিত্বরা। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বরিস জনসন থেকে শুরু করে মার্কিন তারকা কিম কারদাশিয়ান, জন সিনারা ইতিমধ্যেই মুম্বইয়ে উপস্থিত হয়েছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Aadar Jain Marries Alekha Advani: আদর-আলেখার বিয়েতে চাঁদের হাট, নজর কাড়ল কাপুর পরিবারের জমকালো উপস্থিতি

Woman Elopes With Her Female Friend On Wedding Day: বিয়ের দিন পালিয়ে গেলেন কনে, বান্ধবীর হাত ধরে চম্পট চিকিৎসক তরুণীর, হেনস্থা এড়াতে মেয়েকে 'মেরেই ফেলল' পরিবার

Chief Election Commissioner of India: নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার, দায়িত্ব নেবেন ১৯ ফেব্রুয়ারি থেকে

Who is Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনার হলের জ্ঞানেশ কুমার, অমিত শাহ ঘনিষ্ঠ প্রাক্তন IAS অফিসারকে চিনুন

Share Us