Aishwarya Rai Bachchan: পানামা পেপার মামলায় ইডির অফিসে ঐশ্বর্য রাই, জিজ্ঞাসাবাদ অভিনেত্রীকে

ঐশ্বর্য রাইয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে ইডির তরফে। এর আগেও ঐশ্বর্যকে বেশ কয়েকবার ইডির তরফে সমন পাঠানো হয়। তবে বচ্চন বহু মাত্র ২ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির দেন। ঐশ্বর্যকে সমনের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের বলিউডে শোরগোল শুরু হয়েছে।

Aishwarya Rai Bachchan (Photo Credit: Instagram)

দিল্লি, ২০ ডিসেম্বর:  এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসে পৌঁছলেন ঐশ্বর্য রাই বচ্চন। পানামা পেপার মামলায় নিজের বয়ান নথিভুক্ত করতে দিল্লিতে ইইডির অফিসে পৌঁছন ঐশ্বর্য। সোমবার দুপুরেই ইডির অফিসে পৌঁছে যান রাই। পানামা পেপার মামলায় এর আগেও ইডির তরফে সমন পাঠানো হয় ঐশ্বর্য রাই বচ্চনকে। ইডির সমন পেয়ে এর আগে মাত্র ২ বার তিনি হাজির হয়েছেন তবে এবার নোটিস পেতেই দিল্লিতে হাজির বচ্চন বাড়ির বাউমা। হাজিরার জন্য সময় চেয়ে নিলেও শেষ পর্যন্ত তদন্তকারী সংস্থার অফিসে হাজির হন প্রাক্তন বিশ্ব সুন্দরী।

সূত্রের খবর, ঐশ্বর্য রাইয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে ইডির তরফে। এর আগেও ঐশ্বর্যকে বেশ কয়েকবার ইডির তরফে সমন পাঠানো হয়। তবে বচ্চন বহু মাত্র ২ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজির দেন। ঐশ্বর্যকে সমনের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের বলিউডে শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত ঐশ্বর্য রাইয়ের পাশাপাশি পানামা পেপার মামলায় (Panama Papers Leak Case) নাম রয়েছে অমিতাভ বচ্চনেরও (Amitabh Bachchan)। ফলে পানামা পেপার মামলায় অমিতাভের বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: পানামা পেপার মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে সমন ইডির, শোরগোল বলিউডে

বলিউডের বেশ কয়েকজন তাবড় তারকার পাশাপাশি পানামা পেপার মামলায় দেশের একাধিক বিশিষ্ট মানুষের নাম রয়েছে বলে খবর। ফলে পানামা পেপার মামলা নিয়ে শোরগোল শুরু হতেই, বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে।