TRAI-এর নতুন নিয়মের পর এখন বাংলার এক নম্বর নিউজ চ্যানেল কোনটা
TRAI-র নতুন নিয়ম কার্যকর হওয়ার পর টেলিভিশন দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। স্টার প্লাস, কার্লাস, জি টিভি-র মত চ্যানেলকে চাপিয়ে এখন দেশের এক নম্বর বিনোদন চ্যানেল 'দঙ্গল'।
TRAI-র নতুন নিয়ম কার্যকর হওয়ার পর টেলিভিশন দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। স্টার প্লাস (Star Plus), কার্লাস (Colors TV) , জি টিভি (Zee TV)-র মত চ্যানেলকে চাপিয়ে এখন দেশের এক নম্বর বিনোদন চ্যানেল 'দঙ্গল' (Dangal)। আসলে পে চ্যানেলের থেকে এখন একেবারে ফ্রি চ্যানেলের 'TRP'বেশি দেখা যাচ্ছে। কারণ পে চ্যানেল কীভাবে অ্যাকটিভ করতে হবে তা এখনও অনেক গ্রাহক বুঝতে পারছেন না। বা বুঝতে পারলেও কেবল অপারেটরও তা দিতে পারছেন না।
এমন সময় ভারতীয় টেলিভিশনের দর্শকসংখ্যা মাপার সবচেয়ে বিশ্বস্ত সংস্থা 'বার্ক' তাদের 'টিআরপি' রিপোর্ট প্রকাশ্যে আনল । যেটা ট্রাইয়ের নির্দেশে কয়েকটা সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল। ভোটের মরসুমে এখন অনেকেরই জানতে চাইছেন-বাংলার কোন খবরের চ্যানেল এখন এক নম্বরে আছে--
বার্ক জানিয়েছে, দর্শক সংখ্যার বিচারে বাংলার এক নম্বর নিউজ চ্যানেল এখন এবিপি আনন্দ (২০১৯ সালের ১৬তম সপ্তাহের হিসেব)। এবিপি আনন্দের অনেক পিছনে দু নম্বরে জি ২৪ ঘণ্টা, তিন নম্বরে কলকাতা টিভি। চার ও পাঁচ নম্বর যথাক্রমে নিউজ ১৮ বাংলা ও আর প্লাস।
এক নজরে বার্ক রেটিং (১৬তম সপ্তাহ)
১) এবিপি আনন্দ (ABP Ananda): ৫৩,৪৪৩ ইমপ্রেশন
২) জি ২৪ ঘণ্টা (Zee 24 Ghanta): ২২,৬০৬ ইমপ্রেশন
৩) কলকাতা টিভি (Kolkata TV): ১২,৮১৩ ইমপ্রেশন
৪) নিউজ১৮ বাংলা: ১২,৮১৩ ইমপ্রেশন
৫) আর প্লাস: ১০,৮৩৭ ইমপ্রেশন
হিন্দি খবরের চ্যানেলের বিষয়ে এখনও এক নম্বরে আজ তক। দু নম্বরে ইন্ডিয়া টিভি। তিন নম্বরে উঠে এসেছে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি-র হিন্দি চ্যানেল 'রিপাবলিক ভারত'।
ইংরেজি খবরের চ্যানেলের বিষয়ে শীর্ষে 'ডিডি ইন্ডিয়া'। দু নম্বরে 'রিপাবলিক টিভি', তিনে 'টাইমস নাও'।