Aditya Narayan: কোভিড থেকে সেরে উঠে পালটে গেল আদিত্যর চেহারা, দেখলে অবাক হবেন

উদিত-পুত্র নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরপর ২টি ছবি শেয়ার করেন। একটি ১৫ এপ্রিলের ছবি। যেদিন তাঁর করোনা ধরে পড়ে। অন্য ছবি ১৫ জুনের অর্থাৎ মঙ্গলবারের।

আদিত্য নারায়ণ, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৫ জুন: ২ মাসের মধ্যে নিজেকে কতটা বদলে ফেলা যায়, সেই উদাহরণ দিলেন আদিত্য নারায়ণ। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ছবি শেয়ার করেবদলের উদাহরণ তুলে ধরেন আদিত্য (Aditya Narayan)।

উদিত-পুত্র (Udit Narayan) নিজের সোশ্যাল হ্যান্ডেলে পরপর ২টি ছবি শেয়ার করেন। একটি ১৫ এপ্রিলের ছবি। যেদিন তাঁর করোনা (Corona) ধরে পড়ে। অন্য ছবি ১৫ জুনের অর্থাৎ মঙ্গলবারের। ঠিক ২ মাসের মাথায় নিজেকে কতটা পালটে ফেলা যায়, তার উদাহরণ তুলে ধরেন টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক আদিত্য নারায়ণ।

আরও পড়ুন: Naira Shah: বন্ধুর সঙ্গে নিষিদ্ধ মাদক পার্টি হোটেলের ঘরে, মুম্বইতে ধৃত অভিনেত্রী

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

২০২০ সালের শেষদিকে বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য নারায়ণ। পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়ের পর চুপিসাড়ে হানিমুনও সেরে ফেলেন তিনি। হানিমুন সেরে কাশ্মীর (Kashmir) থেকে ফেরার পর আচমকাই কোভিডে আক্রান্ত হন আদিত্য নারায়ণ।



@endif