Siddharth 'Harassed' By CRPF: সিআরপিএফের বিরুদ্ধে 'হেনস্থার' অভিযোগ সিদ্ধার্থের, উসকে দিলেন হিন্দি বিতর্ক

ইংরেজিতে কথা বলার অনুরোধ করেও, তাঁরা ফল পাননি। সিআরপিএফের জওয়ানরা তাঁদের সঙ্গে বার বার হিন্দি ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন সিদ্ধার্থ। অভিনেতা অভিযোগ করেন, মাদুরাই বিমানবন্দরে তাঁর বয়স্ক বাবা, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন সিদ্ধার্থ। বারবার ইংরেজিতে কথা বলার অনুরোধ করেও, তাঁরা ফল পাননি। সিআরপিএফ জওয়ানরা তাঁদের সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করেন বলে অভিযোগ কেন 'রং দে বসন্তী' খ্যাত অভিনেতা।

Siddharth (Photo Credit: Instagram)

মাদুরাই, ২৭ ডিসেম্বর: এবার সিআরপিএফের বিরুদ্ধে 'হেনস্থার' অভিযোগ করলেন অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সিআরপিএফের (CRPF) বিরুদ্ধে অভিযোগ করেন সিদ্ধার্থ। তিনি বলেন, মাদুরাই বিমানবন্দরে সিআরপিএফ তাঁদের হেনস্থা করেছেন। শুধু তাই নয়, ইংরেজিতে কথা বলার অনুরোধ করেও, তাঁরা ফল পাননি। সিআরপিএফের জওয়ানরা তাঁদের সঙ্গে বার বার হিন্দি ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন সিদ্ধার্থ। অভিনেতা অভিযোগ করেন, মাদুরাই বিমানবন্দরে তাঁর বয়স্ক বাবা, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন সিদ্ধার্থ। বারবার ইংরেজিতে কথা বলার অনুরোধ করেও, তাঁরা ফল পাননি। সিআরপিএফ জওয়ানরা তাঁদের সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করেন বলে  অভিযোগ কেন 'রং দে বসন্তী' খ্যাত অভিনেতা।

আরও পড়ুন: Sushant Singh Rajput Death: সুশান্তের মত্য়ুর পর প্রয়াত অভিনেতার শরীরে রহস্যজনক দাগ মেলে? বিস্ফোরক দাবি

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে সরব হতে দেখা যায় সিদ্ধার্থকে। ২০২১ সালে 'মহা সমুদ্রম' নামে একটি দক্ষিণী ছবিতে শেষ দেখা যায় সিদ্ধার্থকে। তামিল এবং তেলুগু, দক্ষিণের এই দুই ভাষায় মুক্তি পায় সিদ্ধার্থের ওই সিনেমা। 'ইন্ডিয়ান টু'-তেও অভিনয় করেন সিদ্ধার্থ। হিন্দিতে আমির খান, সোহা আলি খানদের সঙ্গে রং দে বসন্তীতে অভিনয় করতে দেখা যায় সিদ্ধার্থকে।