Chaiti Ghoshal : করোনা ভ্যাকসিন নিয়ে অসুস্থ চৈতি ঘোষাল?

চৈতি ঘোষাল

কলকাতা, ১০ এপ্রিল : গোটা দেশ জুড়ে আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। তার মাঝেই চলছে টিকাকরণ। করোনা (Corona) ঠেকাতে সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকে ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন। বলিউডের পাশাপাশি টলিউড তারকারাও করোনার টিকা নিতে শুরু করেছেন নিয়ম মাফিক।

কোভিড (COVID 19) টিকা নিয়ে এবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে চৈতি জানান, শুক্রবার কোভিড ভ্যাকসিন নেন তিনি। টিকা নেওয়ার পর সুস্থ ছিলেন সম্পূর্ণ কিন্তু রাত থেকে পরিস্থিতি পালটাতে শুরু করে।

 আরও পড়ুন : Nagma : টিকা নিয়েও করোনায় আক্রান্ত নাগমা

শুক্রবার টিকা নেওয়ার পর রাত থেকে জ্বর (Fever)) আসে চৈতি ঘোষালের। জ্বরের পাশাপাশি গাঁটে গাঁটে ব্যথাও শুরু হয় অভিনেত্রীর। চৈতির অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়ে যান তাঁর শুভানুধ্যায়ীরা। টলিউডের (Tollywood) এই জনপ্রিয় অভিনেত্রী যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা জানান প্রত্যেকে।



@endif