Xiaomi May Cut 15% Workforce: ধুঁকছে ব্যবসা, কর্মী ছাঁটাইয়ের পথে এবার শাওমি
এবার কর্মী ছাঁটাইয়ের পথে শাওমি (Xiaomi)। চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Xiaomi একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করতে চলেছেন। করোনা আবহে লকডাইউনে (Amid COVID-19 Lockdown) সংস্থা অর্থনৈতিক মন্দার দিকে ঝুঁকেছে। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শাওমি। আর সেই কারণের ব্যবসার গতি ঠিক রাখতে কর্মী ছাঁটাই করে শাওমি নিজের আর্থিক দিকটি গুছিয়ে নিতে চাইছে। ভারতে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত এরিকসনের, তৈরি হবে ২০০০ নতুন কর্মসংস্থান
দেখুনঃ
এক চিনা প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, শাওমি তার একাধিক বিভাগে কর্মী সংখ্যা কমিয়ে দিতে চলেছে। যদিও এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কোন মন্তব্য করা হয়নি। চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শাওমির কর্মী ছাঁটাই সম্পর্কিত পোস্ট ভরে গিয়েছে। তবে শাওমি নিজের সংস্থার জন্যে কী পরিমাণে কর্মী ছাঁটাই করতে চলেছে সে বিষয়ে কিছু জানায়নি। তবে করোনা (Covid 19) আবহে স্মার্টফোনের বিক্রিতে মারাত্মক প্রভাব পড়েছে। যার জেরেই ছাঁটাইয়ের দৌড়ে এবার যোগ দিতে চলেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা শাওমি। অনুমান করা যাচ্ছে, সংস্থার প্রায় ৬০০০ জন কর্মী তাঁদের কর্মসংস্থান হারাতে চলেছেন।