Tennis legend Martina Navratilova: স্তন ও গলার ক্যান্সারে আক্রান্ত টেনিসের কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা
২০২২ সালের শেষ হয়েছিলে সর্বকালের সেরা ফুটবলার পেলের। আর ২০২৩-এর দ্বিতীয় দিনেই খবর পাওয়া গেল ফের ক্যান্সার হানা দিয়েছে টেনিসের কিংবদন্তি তারকা মার্টিনা নাভ্রাতিলোভার শরীরে।
নিউইয়র্ক: ২০২২ সালের শেষ হয়েছিলে সর্বকালের সেরা ফুটবলার পেলের (Pele)। আর ২০২৩-এর দ্বিতীয় দিনেই খবর পাওয়া গেল ফের ক্যান্সার (Cancer) হানা দিয়েছে টেনিসের কিংবদন্তি (Tennis legend) তারকা মার্টিনা নাভ্রাতিলোভার (Martina Navratilova) শরীরে। সোমবার একথা একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে নিজেই জানান একদা ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের মিক্সড ডাবলসের পার্টনার মার্টিনা। তবে ক্যান্সারের সঙ্গে এই যুদ্ধে ফের তিনিই জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
ওই বিবৃতিতে ৬৬ বছরের ওই তারকা জানিয়েছেন, স্তনে (Breast) ও গলায় (Throat) ক্যান্সার (Cancer) ধরা পড়েছে তাঁর। ২০১০ সালে একবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেবার অস্ত্রোপচার ও থেরাপির সাহায্যে সেরে উঠলেও ফের একবার ক্যান্সার হানা দিয়েছে তাঁর শরীরে। সঙ্গে গলার ক্যান্সার প্রথম স্টেজে রয়েছে।
১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাভ্রাতিলোভা ২০২২ সালের নভেম্বর মাসে টেক্সাসে মরসুমের শেষ ডব্লিউটিএ ফাইনালের সময় ঘাড়ে একটি টিউমার জাতীয় অংশ লক্ষ্য করেন। বায়োপসিতে প্রাথমিক অবস্থায় গলার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা চলাকালীন জানতে পারেন ক্যান্সার বুকেও বাসা বেঁধেছে। তবে গলার সঙ্গে স্তন ক্যান্সারের কোনও যোগ নেই। জোড়া ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব।
বিবৃতিতে টেনিস তারকা লিখেছেন, “এই জোড়া ধাক্কা অবশ্যই সিরিয়াস তবে আরোগ্যলাভ সম্ভব। আশা করছি সেরে উঠব। নিজের সবটা দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করার চেষ্টা করব।”
তিনি মোট ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন, যার মধ্যে ৩১টি মহিলা ডাবলসে এবং ১০টি মিক্সড ডাবলস রয়েছে। নাভ্রাতিলোভা ১৯৯৪ সালে রেকর্ড ১৬৭টি একক শিরোপা এবং ৩৩১ সপ্তাহ WTA র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার পর অবসর নেন। তবে ২০০০ সালে, তিনি ডাবলস খেলার জন্য আবার মাঠে ফিরে আসেন এবং তারপর মাঝে মাঝে সিঙ্গেল প্রতিযোগিতাতেও অংশ নেন। আরও পড়ুন: Pele: বিশ্বের সব দেশে হবে পেলের নামে স্টেডিয়াম,আবেদন ফিফা সভাপতি ইনফান্তিনোর