Women Allowed Topless In Swimming Pool: বার্লিনের সুইমিং পুলে নগ্নতার ছাড়পত্র মহিলাদের

পুরুষরা যদি সুইমিং পুলে টপলেস হয়ে নামতে পারেন তাহলে মহিলারা কেন পারবেন না। এই দাবিতে বার্লিন সিনেটের অসিফে হাজির হন তিনি।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

বার্লিন, ১০ মার্চঃ কোনরকম পোশাক ছাড়াই সুইমিলং পুলে নামতে পারবেন বার্লিনের (Berlin) মহিলারা। জার্মানের রাজধানী বার্লিনের সুইমিং পুলে মহিলাদের নগ্নতার ছাড়পত্র দিল রাজ্য সরকার (Women Allowed Topless In Swimming Pool)।

রাজধানী বার্লিনের সুমিং পুলে এক মহিলাকে পোশাক ছাড়া নামতে দেওয়া হয়নি (Women Allowed Topless In Swimming Pool)। এরপরই বার্লিন সরকারের প্রতিবাদে সরব হন তিনি। পুরুষরা যদি সুইমিং পুলে টপলেস হয়ে নামতে পারেন তাহলে মহিলারা কেন পারবেন না। এই দাবিতে বার্লিন সিনেটের অসিফে হাজির হন তিনি।

মহিলার অভিযোগের ভিত্তিতে বার্লিন সিনেট শহরের সকল সুইমুং পুলের পোশাক বিধি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বার্লিনের বেডারবেট্রিবি, যা শহরের পাবলিক পুলগুলো পরিচালনা করে, তার পুরনো পোশাক বিধি পরিবর্তন করে নতুন পোশাক বিধির নির্দেশ দেয় সিনেট।

বার্লিন সিনেটের তরফে জানানো হয়েছে, বেডারবেট্রিবি সমস্ত বার্লিনবাসীর জন্যে সমান অধিকার স্থাপন করছে। পুরুষদের মতো মহিলারাও কোনরকম পোশাক ছাড়াই শহরের সুইমিং পুলে নামতে পারবেন। বার্লিনের সুইমিং পুলে মহিলাদের নগ্নতার ছাড়পত্র দিল জার্মানির রাজধানী (Capital of Germany)।



@endif