Trump's Gatsby Party Video: প্রেসিডেন্ট ট্রাম্পের হ্যালোইন পার্টিতে খোলামেলা পোশাকে নাচ মডেলেদের, শাটডাউনের মাঝে এ কেমন আনন্দ! দেখুন ভিডিও
ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনের ঠিক পাশেই এক মার-এ-লাগো ক্লাবে দেখা গেল বিলাসবহুল পার্টি। যেখানে উপস্থিত বহু শিল্পপতি, সেলেবরা। একবারে খোলামেলাভাবে নাচতে দেখা গেল মহিলা মডেল, ডান্সারদের।
Trump's Gatsby Party Video: অনেকেই তাঁকে ইতালির রাজা নিরোর সঙ্গে তুলনা করছেন। রোম যখন আগুনে পুড়ছিল, তখন নাকি রোমের কুখ্যাত সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দলের নেতারা বলছেন, নিরোর যেমন বেহালা, তেমনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) 'মার-এ-লাগো'য় (Mar-a-Lago club) 'গ্রেট গ্যাটসবাই' থিমের জমকালো হ্যালোইন পার্টি। এদিকে, সরকারি শাটডাউনকে ঘিরে দেশে চলছে চরম অচলাবস্থা। সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় আমেরিকা যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে ৩২ দিন হয়ে গেল। সরাকরি কর্মীরা বেতন পাচ্ছেন না। তারই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ফ্লোরিডার পাম বিচের সম্পত্তির ভিতর এক ক্লাবে আয়োজন করলেন দামি পার্টির। ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বাসভবনের ঠিক পাশেই মার-এ-লাগো ক্লাবের পার্টিতে দেখা গেল অর্ধনগ্ন মডেলদের নাচ। যা নিয়ে আমেরিকা জুড়ে ক্ষোভ ছড়িয়েছে।
শাটডাউনের ৩২তম দিনের অন্ধকারের বিপরীতে ট্রাম্পের রঙীন পার্টি
দেশে শাটডাউনের ৩২তম দিনে, এদিন মার-এ-লাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিলাসবহুল 'গ্রেট গ্যাটসবাই' থিমের হ্যালোইন পার্টি। পার্টিতে ছিল এলাহি আয়োজন। মেন্যুর মধ্যে ছিল দামি চিংড়ি, বিরল ওয়াইন। শাটডাউনের ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ যখন চরম অনিশ্চয়তা, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের এই আড়ম্বরপূর্ণ পার্টি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ট্রাম্পের বাসভবনে এই জমকালো পার্টির আসরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ট্রাম্পের মার-এ-লাগোর জমকালো পার্টির ভিডিও
ট্রাম্পের পার্টিতে হাজির সেলেবরা
হ্যালোইন উপলক্ষ্যে ট্রাম্পের পার্টিতে উপস্থিত ছিলেন নামিদামি শিল্পপতি, ব্যবসায়ী, অভিনেতা-অভিনেত্রী, নানা ক্ষেত্রের সেলেবরা। ট্রাম্পের পার্টির থিমের সঙ্গে মিলিয়ে অতিথিরা ১৯২০-র দশকের পোশাক পরে।
দেখুন ট্রাম্পের সেই পার্টির ভিডিও
ট্রাম্পের পার্টির আলোর বিপরীতে দেশে শাটডাউনের অন্ধকার
বিলাসিতা, সজ্জা, বার্লেস্ক নৃত্যশিল্পীর পরিবেশনা, সব মিলিয়ে ট্রাম্পের বাসভবন হয়ে উঠেছিল সিনেমার পর্দার থেকেও রঙীন। কিন্তু প্রেসিডেন্টের জমকালো আলোর বিপরীতে রয়েছে আমেরিকা জুড়ে চলা কর্মহীন সরকারি কর্মী, স্থগিত সুবিধা, আর খাদ্য সহায়তার জন্য উদ্বিগ্ন লক্ষাধিক মানুষ। গ্রেট গ্যাটসবাই থিমের এই জমকালো অনুষ্ঠান এবং তাতে অংশগ্রহণকারী ধনী অতিথিদের উপস্থিতি, চলমান সংকটে জর্জরিত সাধারণ আমেরিকানদের বাস্তবতার সঙ্গে এক ভয়াবহ বৈপরীত্য সৃষ্টি করেছে। যা এখন মার্কিন মুলুকে সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু।
ট্রাম্পকে নিয়ে দেশের অন্দরেই ক্ষোভ বাড়ছে
শাটডাউন শুরু হওয়ার পর পয়লা অক্টোবর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় দুই সপ্তাহের মতো সময় দেশের রাজধানী ওয়াশিংটন ডিসি-র বাইরে কাটিয়েছেন। ট্রাম্পের জনপ্রিয়তাও মার্কিন মুলুকে হু হু করে কমচে। সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ, আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং ৩৯ শতাংশে নেমে গিয়েছে। ট্রাম্প প্রশাসনের SNAP সুবিধা বন্ধের প্রচেষ্টা, এবং তা পুনরায় চালু করতে আইনি লড়াইয়ের প্রেক্ষাপটে এমন বিলাসী আয়োজনে শামিল হওয়া অনেকের কাছে অত্যন্ত সংবেদনহীন বলে মনে হয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)