Taliban: প্রার্থনার সময় মহিলাদের কণ্ঠস্বর যেন কেউ শুনতে না পান, তালিবানের নয়া নিদান
মহিলাদের উচ্চস্বরে প্রার্থনা করা যাবে না। প্রার্থনার সময় মহিলাদের গলা যেন তাঁর পাশের মানুষ শুনতে না পান। এমনই ফতেয়া জারি করেছে তালিবান মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি।
দিল্লি, ৩০ অক্টোবর: তালিবানের (Taliban) নয়া ফতেয়া। একের পর এক ফতেয়া জারি করে আফগানিস্তানকে (Afghanistan) যখন মহিলাদের বসবাসের অযোগ্য করে তুলছে তালিবান, সেই সময় তাদের আরও এক নিদান সামনে এল। তালিবান জানিয়েছে, এবার থেকে আফগানিস্তানের মহিলারা প্রার্থনা করবেন (Taliban Woman) কিন্তু প্রার্থনার সময় তাঁরা যেন উচ্চস্বরে না করেন। মহিলাদের উচ্চস্বরে প্রার্থনা করা যাবে না। প্রার্থনার সময় মহিলাদের গলা যেন তাঁর পাশের মানুষ শুনতে না পান। এমনই ফতেয়া জারি করেছে তালিবান মন্ত্রী মহম্মদ খালিদ হানাফি।
মহিলাদের কণ্ঠস্বরকে 'আওরাহ' বলে বর্ণনা করা হয় তালিবান মন্ত্রীর তরফে। ফলে মহিলাদের এই কণ্ঠস্বরকে গোপণ করা উচিত। কোনও মহিলার কণ্ঠস্বর যাতে পাশে বসা মানুষও শুনতে না পান, তার ব্যবস্থা করা হচ্ছে বলে মন্তব্য করা হয় আফগানিস্তানের ওই মন্ত্রীর তরফে। এমনকী এক মহিলার কণ্ঠস্বর অন্য মহিলারও শোনা উচিত নয় বলে দাবি করে ওই তালিবান মন্ত্রী।
মহিলারা যেমন উচ্চস্বরে প্রার্থনা করতে পারবেন না, তেমনি তাঁরা কোনও গানও শুনতে পারবেন না বলে দাবি করা হয় আফগানিস্তানের নয়া তালিবান প্রশাসনের তরফে।