Pakistan: সংক্রমিত ১৪ জন, পাকিস্তানে বাড়ছে পোলিও আতঙ্ক

পেশোয়ারে নর্দমার জলে মিলেছে পোলিওর জীবাণু। এসবের পাশাপাশি দেশের আরও ৭০টি শহরের নর্দমার জলে পোলিওর ভাইরাস মিলেছে বলে খবর। সম্প্রতি রাওয়ালপিণ্ডি, শিয়ালকোট, ভাওয়ালপুরের বেশ কিছু এলাকা থেকে পোলিওর ভাইরাস মেলে। এসবের সঙ্গে বর্তমানে ভয় ধরাচ্ছে বালোচিস্তানের বন্যা।

Virus. Representational Image. (Photo Credits: Unsplash)

ইসলামাবাদ, ২৫ অগাস্ট: ফের পোলিও ভাইরাস (Poliovirus ) মিলল পাকিস্তানে (Pakistan)। এবার পাকিস্তানের পাঞ্জাব (Punjab)  প্রদেশের পাশাপাশি খাইবার পাখতুনওয়া প্রদেশেও সংক্রামক পোলিও ভাইরাসের নমুনা মেলে। পাকিস্তানের স্বাস্থ্য় মন্ত্রকের তরফে এমন খবর জানানো হয়। পেশোয়ারের বেশ কিছু এলাকায়ও পোলিওর ভাইরাস মিলেছে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, পেশোয়ারে নর্দমার জলে মিলেছে পোলিওর জীবাণু। এসবের পাশাপাশি দেশের আরও ৭০টি শহরের নর্দমার জলে পোলিওর ভাইরাস মিলেছে বলে খবর। সম্প্রতি রাওয়ালপিণ্ডি, শিয়ালকোট, ভাওয়ালপুরের বেশ কিছু এলাকা থেকে পোলিওর ভাইরাস মেলে। এসবের সঙ্গে বর্তমানে ভয় ধরাচ্ছে বালোচিস্তানের বন্যা।

আরও পড়ুন: Jammu And Kashmir: উরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, পাক জঙ্গিদের রুখে ৩ জনকে পাকড়াও সেনার

বর্ষার মরশুম শুরু হতেই সিন্ধ এবং বালোচিস্তানের এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। ফলে সিন্ধ এবং বালোচিস্তানে বন্যাও দেখা দেয় বেশ কিছু এলাকায়। বন্যার জলে পোলিওর সংক্রমণ আরও বাড়ে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয় স্বাস্থ্য দফতরের তরফে। পাকিস্তান থেকে পোলিও বিদায় নিয়েছে বলে বেশ কয়েক বছর ধরে সে দেশের সরকারের তরফে প্রচার করা হয়। তবে সম্প্রতি গোটা দেশে ১৪ জনের শরীরে পোলিওর জীবাণু মেলায় তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।