WHO: কোভিডের তুলনায় আরও প্রাণঘাতী ভাইরাস হানা দিতে পারে, বিশ্ববাসীকে সতর্ক করলেন হু প্রধান

ভবিষ্যতে বিশ্ব যে আর একটি মহামারীর সম্মুখীন হবে, তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা প্রকাশ করেন আধানম গ্যাব্রিয়াসেস।

WHO DG Dr Tedros Adhanom (Photo Credit: ANI/Twitter)

বিশ্ব জুড়ে হানা দিতে পারে কোভিডের চেয়েও মারাত্মক কোনও মহামারী। ভবিষ্যতে কোভিডের তুলনায় যে ভয়ঙ্কর মহামারী হানা দিতে চলেছে, তার জন্য প্রত্যেককে তৈরি থাকতে হবে। এবার এভাবেই বিশ্ববাসীকে সতর্ক করলে হু প্রধান আধানম গ্যাব্রিয়াসেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কোভিডের তুলনায় আরও বেশি ভয়ঙ্কর মহামারী এবার হানা দিতে পারে। তার জন্য সবাইকে তৈরি থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্ব জুড়ে কোভিডের প্রভাব শেষ হয়ে গিয়েছে, এমন ভাবনার অবকাশ নেই। ফের নতুন করে করোনার আরও নয়া কোনও প্রজাতি হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ভবিষ্যতে বিশ্ব যে আর একটি মহামারীর সম্মুখীন হবে, তাতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কতা প্রকাশ করেন আধানম গ্যাব্রিয়াসেস। তাই বিশ্বের প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে। বিশ্ববাসী যাতে সুস্বাস্থ্যের প্রতি নজ দেন, সে বিষয়ে বার বার নিজের মত প্রকাশ করেন হু প্রধান।