COVID-19: কোভিড-১৯-র উৎস্য এবং সংক্রমণ সম্পর্কে তদন্ত করতে বেজিং পৌঁছবে WHO-র বিশেষজ্ঞ দল
কোভিড-১৯ ভাইরাসের উৎস্য কী আদৌ চিন?তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি দলকে চিনে যাওয়ার অমুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। চিনে-স্থিত হু-র অফিস দীর্ঘ ৬ মাস আগে একটি বিজ্ঞপ্তি আদায় করেছিল উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশনের তরফে 'ভাইরাল নিউমোনিয়া' সংক্রান্ত। অবশেষে সেই বিজ্ঞপ্তি অনুসারেই বেজিংয়ে পৌঁছছে হু-র বিশেষজ্ঞ দল।
বেজিং, ৮ জুলাই: কোভিড-১৯ ভাইরাসের উৎস্য কী আদৌ চিন?তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের একটি দলকে চিনে যাওয়ার অমুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। চিনে-স্থিত হু-র অফিস দীর্ঘ ৬ মাস আগে একটি বিজ্ঞপ্তি আদায় করেছিল উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশনের তরফে 'ভাইরাল নিউমোনিয়া' সংক্রান্ত। অবশেষে সেই বিজ্ঞপ্তি অনুসারেই বেজিংয়ে পৌঁছছে হু-র বিশেষজ্ঞ দল।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজিয়ান একটি বিজ্ঞপ্তি পেশ করেন, তাঁর বক্তব্য, "চিনা সরকারের সঙ্গে কথাবার্তার পরই হু-র বিশেষজ্ঞ দলকে দেশে স্বাগত জানানো হচ্ছে। কোভিড-১৯-র উৎস্য সম্পর্কে তদন্ত চালাবে ওই দল।" চলতি সপ্তাহেই বেজিং পৌঁছবে দলটি। এরপরই কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ এবং উৎস্য সম্পর্কে খোঁজ চালাবে দলটি।
বিশ্বজুড়ে ১.১ মিলিয়ন মানুষ আক্রান্ত করোনাভাইরাসে। সংক্রমণের জেরে বিধ্বস্ত আমেরিকা। চিনে সংক্রমণের রেশ কিছুটা কমে যাওয়ার পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনাভাইরাস। নতুন করে প্রায় সাড়ে ৪ হাজার মানুষ আক্রান্ত করোনাভাইরাসে।