White House: কাবুল বিমানবন্দরে রকেট হানার পরেও অব্যাহত মার্কিন সেনার উদ্ধার অভিযান, হোয়াইট হাউস

রকেট হানার পরেও কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে (Kabul airport) উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে৷

কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর (Photo Credits: ANI)

ওয়াশিংটন, ৩০ আগস্ট: রকেট হানার পরেও কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে (Kabul airport) উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে৷ সোমবার এই তথ্য দিয়েছে হোয়াই টহাউস (White House)৷ এক বিবৃতিতে হোয়াইটহাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ও চিফ স্টাফ রন ক্লেইন ইতিমধ্যে কাবুলের রকেট হানা সম্পর্কিত তথ্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন৷ প্রেসিডেন্টের নির্দেশমতোই হামিদ কারজাই বিমানবন্দরে উদ্ধারকাজ চলছে৷ সেখানে মার্কিনসেনাকে যেকোনও উপায়ে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে দ্বিগুণ শক্তি দিয়ে কাজ শুরু করেছেন সেনা কম্যান্ডাররা৷ ABC নিউজকে এক মার্কিন কর্তা জানিয়েছেন, সোমবার সকালে কাবুলের হামিদ কারজাই আন্তার্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট হানা হয়েছে৷ আরও পড়ুন-Farmers’ Protests In Haryana: মনোহরলাল খট্টর সরকারের বিরোধিতায় চণ্ডীগড়ে কৃষক বিক্ষোভ, (দেখুন ছবি)

আফগান ও তোলো নিউজ সূত্রের তথ্য অনুযায়ী বিমানবন্দর লাগোয়া ল্যাব জার খাইরখানা চৌরাস্তা খোরশিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়ি থেকে রকেট ছোঁড়া হয়। এই রকেট শহরের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ ঘটায়৷ এদিক মার্সিন সেনা উদ্ধার কাজ শুরু করায় কাবুলের নিরাপত্তা পরিস্থিতিদিনের পর দিন খারাপ হচ্ছে৷