Russia-Ukraine War: রাশিয়ার উপর 'ডার্টি বম্ব' নিয়ে হামলার পরিকল্পনা ইউক্রেনের? অভিযোগ মস্কোর
সম্প্রতি ইউক্রেনের উপর নতুন করে হামলা শুরু করে রাশিয়া। পুতিন বাহিনীর ক্ষেপনাস্ত্র হামলার জেরে ইউক্রেনের একাধিক শহরে অন্ধকার নেমে আসতে শুরু করে। ফলে ইউক্রেনের মানুষ যাতে নিজেদের সমস্ত ইলেকট্রনিক গেজেটসে চার্জ দিয়ে রাখেন, সেই আবেদন জানানো হয় ভলোদিমির জেলেনস্কি সরকারের তরফে।
মস্কো, ২৫ অক্টোবর: রাশিয়ার বিরুদ্ধে 'ডার্টি বম্ব' ব্যবহার করার পরিকল্পনা করছে ইউক্রেন (Ukraine)। কিভের (Kyiv) বিরুদ্ধে এমনই অভিযোগ করল মস্কো। পশ্চিমী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে কিভ 'ডার্টি বম্ব' ব্যবহার করার পরিকল্পনা করছে বলে ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। মস্কোর বিরুদ্ধে যে 'ডার্টি বম্ব' ব্যবহারের পরিকল্পনা কিভ করছে, তা মারাত্মক বলে দাবি করা হয় পুতিন বাহিনীর তরফে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ইউরোপ, ফ্রান্স একযোগে সাহায্য করছে ইউক্রেনকে। ফলে পশ্চিমী দেশগুলি একসঙ্গে ডার্টি বম্ব ব্যবহার করে রাশিয়ার সার্বভৌমত্ব খুন্ন করতে চাইছে বলে অভিযোগ করা হয় মস্কোর তরফে। যদিও রাশিয়ার এই অভিযোগের পর এ বিষয়ে মস্কোর (Moscow) তরফে পালটা মুখ খোলা হয়নি।
সম্প্রতি ইউক্রেনের উপর নতুন করে হামলা শুরু করে রাশিয়া (Russia)। পুতিন বাহিনীর ক্ষেপনাস্ত্র হামলার জেরে ইউক্রেনের একাধিক শহরে অন্ধকার নেমে আসতে শুরু করে। ফলে ইউক্রেনের মানুষ যাতে নিজেদের সমস্ত ইলেকট্রনিক গেজেটসে চার্জ দিয়ে রাখেন, সেই আবেদন জানানো হয় ভলোদিমির জেলেনস্কি সরকারের তরফে।
শুধু তাই নয়, ইউক্রনের বিদ্যুৎ কেন্দ্রগুলির উপর হামলার জেরে সেখানে ক্রমশ অন্ধকার নেমে আসতে শুরু করে। ইউক্রেনের মানুষ যাতে মেপে বিদ্যুৎ ব্যবহার করেন, সে বিষয়েও আবেদন জানানো হয় জেলেনস্কি সরকারের তরফে।