Iran Video: প্রতিবাদের আগুন, হিজাব বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে মাথার চুল কাটলেন শিল্পী, দেখুন
ইরানের বিক্ষোভের সমর্থনে নিজের চুল কেটে প্রতিবাদ জানালেন এক শিল্পী। মঞ্চের উপর গান গাইতে গাইতে নিজের চুল কেটে হিজাব বিরোধী বিক্ষোভকে সমর্থন করেন তুরস্কের গায়িকা মেলেক মোসো।
তেহরান, ২৮ সেপ্টেম্বর: মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকে উত্তাল ইরান। তেহরান (Tehran) থেকে শুরু করে ইরানের ৪৬টি শহরে বিক্ষোভ ছড়িয়েছে। কেউ রাস্তায় নেমে ইরানের (Iran) শাসকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, কেউ আবার হিজাব পুড়িয়ে শুরু করেন প্রতিবাদ। সবকিছু মিলিয়ে হিজাব বিরোধী বিক্ষোভের জেরে কার্যত আগুন জ্বলছে ইরানের একাধিক জায়গায়।
এবার ইরানের বিক্ষোভের সমর্থনে নিজের চুল কেটে প্রতিবাদ জানালেন এক শিল্পী। মঞ্চের উপর গান গাইতে গাইতে নিজের চুল কেটে হিজাব বিরোধী বিক্ষোভকে সমর্থন করেন তুরস্কের গায়িকা মেলেক মোসো।
সম্প্রতি মাহশা আমিনি নামে ২২ বছরের এক তরুণীকে হিজাব না পরায় আটক করে ইরানের পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন মাহশার মৃত্যু হয় আচমকা। মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভে ফুটতে শুরু করে ইরানের একাধিক শহর। ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি গ্রামগুলিতেও বিক্ষোভের আগুন জ্বলতে শুরু করে। ফলে ইরানে বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।