Sandstorm in China: ২৮ তলা বাড়ির সমান ধুলো ঝড়ে ঢেকে গেল চিনের শহর, দুর্ঘটনার ভয়ে লকডাউন শহরে (দেখুন ভিডিও)

ঠিক যেন হলিউড সিনেমা। আর পাঁচটা দিনের মতই একেবারে স্বাভাবিক ছন্দেই চলছিল চিনের উত্তরপ্রান্তের ছোট-উন্নত শহর ডুনহুয়াং। কিন্তু নিমেষেই শহরে ধেয়ে আসে বালি ঝড়।

বেজিং, ২৮ জুলাই: ঠিক যেন হলিউড সিনেমা। আর পাঁচটা দিনের মতই একেবারে স্বাভাবিক ছন্দেই চলছিল চিনের উত্তরপ্রান্ত গানসু প্রদেশের ছোট-উন্নত শহর ডুনহুয়াং (Dunhuang)। কিন্তু নিমেষেই শহরে ধেয়ে আসে বালি ঝড় (Sandstorm in China)। বালি ঝড়ের বহরটা এতটাই বেশি ছিল যে গোটা শহরটাই বালিতে ঢেকে গেল। এই শহরের পাশে থাকা গোবি মরভূমি থেকে উতপত্তি হওয়া বালিঝড় আছড়ে পড়ে শহরে।

৩০০ ফুটেরও বেশি উচ্চতায় চলে যায় এই বালিঝড়। সোশ্যাল মিডিয়ায় এই বালিঝড়ের ভিডিও এখন ভাইরাল। এই বালিঝড়ের ফলে শহরের রাস্তায় দৃশ্যমানতা এতটাই কমে যায় যে প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়। কারণ এই বালি ধোঁয়ার মাঝে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া মানেই দুর্ঘটনার প্রবল সম্ভাবনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টে নাগাদ হওয়া এই ধুলোঝড়ে শহরের সব জায়গায় ছিল ধুলোর মেঘ। খালি চোখে বাইরে বের হলেই চোখে বালি ঢুকে যাচ্ছিল। দু হাত দূরের জিনিসও ঠিকমত দেখা যাচ্ছিল। এই ধুলো ঝড়ের ফলে শহরের বাতাসের মান একবারে খারাপ হয়ে গিয়েছে। দু-আড়াই দিন হতে চলল, কিন্তু এখন বালিঝড়ের দূষণ থেকে রেহাই পায়নি চিনের এই শহর।