Free Marijuana for Taking COVID-19 Vaccine: এখানে কোভিডের টিকা নিলে ফ্রিতে মিলছে গাঁজা, সীমিত অফার

মার্কিন মুলুকে বিনামূল্যে কোভিডের টিকাকরণ প্রক্রিয়া (COVID-19 Vaccine) চালু করেছে জো বিডেনের সরকার৷ তারপরেও দিন যত এগোচ্ছে ততই মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কমছে৷

মারিয়ুনা ও কোভিড টিকা (Photo Credits: Instagram and Wiki)

লস অ্যাঞ্জেলস, ৯ জুন: মার্কিন মুলুকে বিনামূল্যে কোভিডের টিকাকরণ প্রক্রিয়া (COVID-19 Vaccine) চালু করেছে জো বিডেনের সরকার৷ তারপরেও দিন যত এগোচ্ছে ততই মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কমছে৷ এই দেখে নয়া অফার নিয়ে এল স্টেট অফ ওয়াশিংটন৷ প্রাপ্তবয়স্করা টিকা নিলে বিনামূল্যে পাবেন মারিয়ুনা৷ “joints for jabs”৷ ২০১২-তে ওই রাজ্যে বিনোদনের জন্য মারিয়ুনা বিক্রি আইনগত ভাবে ছাড় পেয়েছে৷ তাই করোনার টিকার প্রতি বাসিন্দাদের আগ্রহ বাড়াতে এই অফার চালু করা হয়েছে৷ কোভিড টিকা পেয়েছেন ২১ বছরের ঊর্ধ্বে এমন কেউ ক্যানাবিস ডিসেপেনসারিতে গেলেই বিনামূল্যে মারিয়ুনা পেয়ে যাবে৷ আগামী ১২ জুলাফ পর্যন্ত এই অফার মিলবে৷ তাই দেরি না করে তাড়াতাড়ি কোভিডের টিকা নিয়ে ফেলুন৷  আরও পড়ুন-Madhya Pradesh: স্লট বুক হতেই মেসেজ, আপনি কোভিড টিকা পেয়ে গেছেন; ভূতুরে কাণ্ডে হতবাক যুবক

এমনকী, ওয়াশিংটনে বসবাসকারী কোনও প্রাপ্তবয়স্ক, যিনি ৬ সপ্তাহের মধ্যে টিকা নিয়েছেন৷ তিনি কোনও পানশালায় গেলে বিনামূল্যে এক গ্লাস মদ্যপান করতে পারবেন৷ ওয়াশিংটন স্টেটের রিপোর্ট বলছে, সেখানকার ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক বাসিন্দা ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ নিয়ে নিয়েছেন৷ তবে চলতি সপ্তাহে ওয়াশিংটন স্টেটে টিকা নেওয়ার পরিমাণ অনেকটাই নিম্নমুখী৷ সেকারণেই জনসাধারণের মধ্যে করোনা টিকা নেওয়ার প্রতি আগ্রহ বাড়াতে বিবিধ উদ্যোগ নেওয়া হয়েছে৷

যেমন ক্যালিফোর্নিয়া ও ওয়াহোতে বাসিন্দাদের করোনা টিকা নেওয়ায় উৎসাহ দিতে ভ্যাকসিন লটারি চালু হয়েছে৷ টিকা নিলেই আপনার নামে যে লটারির টিকিট থাকবে তাতে উঠতে পারে নগদ পুরস্কার অথবা কলেজ স্কলারশিপ৷ কোনও টুর্নামেন্টের টিকিট বিনামূল্যে মিলবে, বিনামূল্যে ফ্লাইটের টিকিট থেকে শুরু করে কমপ্লিমেন্টারি বিয়ার৷ কোভিডের টিকা নিলে এগুলোর কোনও একটি আপনার ভাগ্য়ে জুটে যেতে পারে৷ আগামী ৪ জুলাইয়ের মধ্যে অন্তত ৭০ শতাংশ মার্কিন নাগরিককে কোভিড টিকার প্রথম ডোজের আওতায় আসতে হবে, এই লক্ষ্যমাত্রা রেখেছেন প্রেসিডেন্ট জো বিডেন৷