Lightyear: বক্স অফিসে 'লাইটইয়ার'এর ব্যর্থতা, ছবি নির্মাতা সহ ডিজনি পিক্সারের ৭৫ জন কর্মী ছাঁটাই
'লাইটইয়ার' এর পরিচালক এবং প্রযোজক সহ ছবির সঙ্গে যুক্ত থাকা ডিজনি পিক্সারের মোট ৭৫ জনকে তাঁদের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজনি।
ওয়াল্ট ডিজনি পিকচার্স (Walt Disney Pictures) এবং পিক্সার অ্যানিমেশন (Pixar Animation Studios) প্রযোজিত ছবি 'লাইটইয়ার' (Lightyear) মুক্তি পেয়েছিল গত বছর। ছবির বক্স অফিস সংগ্রহ আশানুরূপ হয়নি। ডিজনিকে বেশ হতাশ করেছে লাইটইয়ার-এর ব্যবসা। তাই কঠিন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে সংস্থা। 'লাইটইয়ার' এর পরিচালক এবং প্রযোজক সহ ছবির সঙ্গে যুক্ত থাকা ডিজনি পিক্সারের মোট ৭৫ জনকে তাঁদের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। শনিবার সংস্থার এক সূত্র মারফত সেই তথ্যই উঠে এসেছে। বিগত এক দশকে ডিজনিতে এটাই হতে চলেছে উল্লেখযোগ্য কর্মী ছাঁটাই।
'লাইটইয়ার' (Lightyear) পরিচালনা করেছিলেন অ্যাঙ্গাস ম্যাকলেন (Angus MacLane)। ২৬ বছর ধরে তিনি অ্যানিমেশন পেশার সঙ্গে যুক্ত। ডিজনি পিক্সারে কর্মরত এই অ্যানিমেটর 'টয় স্টোরি 4' (Toy Story 4) এবং 'কোকো' (Coco) এর মতো প্রশংসিত চলচ্চিত্রগুলির সিনিয়র সৃজনশীল দলের অংশ ছিলেন। অন্যদিকে লাইটইয়ারের প্রযোজক গ্যালিন সুসমন। গ্যালিন এবং অ্যাঙ্গাস উভয়কেই ওয়াল্ট ডিজনির পিক্সার অ্যানিমেশন থেকে ছাঁটাই করা হচ্ছে বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে কাজ হারাচ্ছেন পিক্সার অ্যানিমেশনের আরও ৭৫ জন কর্মী। যদিও এই বিষয়ে গ্যালিন এবং অ্যাঙ্গাস উভয়েই কোনোরূপ মন্তব্য করেননি।
২০১৫ সাল থেকে পিক্সারের বিশ্বব্যাপী প্রচারের ভাইস প্রেসিডেন্টের পদে নিযুক্ত হয়েছিলেন মাইকেল আগুলনেক। কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছে তাঁর নামও।
গত ২৩ মে ওয়াল্ট ডিজনির প্রধান বব ইগার সংস্থা থেকে ৭,০০০ কর্মীর চাকরি ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। চাকরি ছাঁটাইয়ের মধ্যে দিয়ে সংস্থার ৫.৫ বিলিয়ন ডলার খরচ কমানোর পরিকল্পনা করেছিলেন তিনি।