Vladimir Putin Faces Risk of Being Assassinated?: পুতিনকে হত্যার ছক করছে পশ্চিমী দুনিয়া? রাশিয়ার দাবি ঘিরে শোরগোল
পুতিনের নিরাপত্তা আধিকারিক দিমিত্রি মেদভেদেভ পশ্চিম দুনিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করার পরপরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রুশ বিদেশমন্ত্রী। ব্রিটেন যেভাবে নতুন করে ন্যাটোয় যোগ দিয়েছে, তা শুধুমাত্র পুতিনকে হত্যার ছক করার জন্য বলেও দাবি করে ক্রেমলিন।
মস্কো, ২৭ ডিসেম্বর: পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করল রাশিয়া (Russia)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির (Vladimir Putin) পুতিনকে হত্যা করা হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লভরোভ। ভ্লাদিমির পুতিনকে হত্যার পরিকল্পনার পাশাপাশি পশ্চিমী বিশ্ব পরমাণু যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন বিদেশমন্ত্রী। ২০৩ সালেই ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক পশ্চিমী দুনিয়া করছে বলে দাবি করেন রুশ বিদেশমন্ত্রী। রাশিয়ার বিদেশমন্ত্রীর দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে পের শোরগোল শুরু হয়ে যায়।
পুতিনের নিরাপত্তা আধিকারিক দিমিত্রি মেদভেদেভ পশ্চিম দুনিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করার পরপরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন রুশ বিদেশমন্ত্রী। ব্রিটেন যেভাবে নতুন করে ন্যাটোয় যোগ দিয়েছে, তা শুধুমাত্র পুতিনকে হত্যার ছক করার জন্য বলেও দাবি করে ক্রেমলিন।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার? ভিডিয়ো নিয়ে চিন্তায় পশ্চিম
প্রসঙ্গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান চালায় রাশিয়া। ইউক্রেনের একাধিক শহরে রাশিয়া যখন একের পর এক হামলা শুরু করে, তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা বিশ্ব জুড়ে। এরপরই পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করতে শুরু করে রাশিয়া।