Virginia Shocker: 'খুনের কতদিন পর বিয়ে করা যায়?' ভার্জিনিয়ায় স্ত্রীকে হত্যার পর মৃতদেহ বিকৃত করে চম্পট ভারতীয় বংশোদ্ভুদর
মমতার দেহ এখনও পুলিশ খুঁজে বের করতে পারেনি। তবে শোয়ার ঘর, বাথরুম থেকে মেলা রক্তের দাগের সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখে খুনের বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায়।
দিল্লি, ৪ ডিসেম্বর: এবার বিদেশে গিয়ে স্ত্রীকে খুন করল স্বামী। ভার্জিনিয়া (Virginia) থেকে ভারতীয় বংশোদ্ভুদ ব্যক্তির (Indian-Origin Man) এমনই একটি কুকীর্তির ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে বছর ৩৭-এর নরেশ ভাট স্ত্রী মমতা কাফলে ভাটকে খুন করে। নরেশ, মমতার ওয়শিংটনের (Washington) বাড়িতে হাজির হয়ে পুলিশ (Police) গোটা ঘরে রক্তের দাগ দেখতে পায়। শুধু তাই নয়, 'স্ত্রীর মৃত্যুর কতদিন পর স্বামী ফের বিয়ে করতে পারে', গুগলে এমন সার্চও করে নেয় নরেশ ভাট। অর্থাৎ মমতা কাফলে ভাটের খুনের পর নরেশ আবার কবে বৈধভাবে বিয়ে করতে পারবে বলে প্রশ্ন লিখে গুগলের কাছে জানতে চায় নরেশ। যা দেখে পুলিশ কার্যত হতভম্ভ হয়ে যায়।
যদিও মমতার দেহ এখনও পুলিশ খুঁজে বের করতে পারেনি। তবে শোয়ার ঘর, বাথরুম থেকে মেলা রক্তের দাগের সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখে খুনের বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, খুনের পর নরেশ ভাচ স্ত্রী মমতার মৃতদেহ পুরো বিকৃত করে ফেলে বলেও পুলিশি তদন্তে উঠে আসে।
পাশাপাশি পুলিশ এও জানতে পারে, মমতা কাফলেকে ভার্জিনিয়ার ঘরের ভিতরেই নির্মমভাবে হত্যার পর দেহ বিকৃত করে নরেশ ভাট। পেশায় মমতা একজ নার্স ছিলেন। মার্কিন মুলুকে তিনি শিশুদের নার্সের কাজ করতেন। ২০২৪ সালের ২৭ জুলাই নরেশ খুন করে মমতাকে। নরেশের বিরুদ্ধে খুনের সমস্ত তথ্য প্রমা তখন না থাকায়, পুলিশ ওই সময় তাকে গ্রেফতার করতে পারেনি। পরে নরেশকে গ্রেফতার করে মার্কিন পুলিশ।