Zakir Naik Video: শিশুদের যৌন হেনস্থার অভিযোগ, পাকিস্তানি-কন্যার প্রশ্ন শুনে চটে লাল জ়াকির নায়েক
২০১৬ সালে ভারত থেকে পালিয়ে পাকাপাকিভাবে মালয়েশিয়ায় বসবাস শুরু করে পিস টিভির সম্প্রচারক। জ়াকির নায়েক ভারত ছাড়ার পর এবার পাকিস্তানে যায় এক মাসের জন্য। গত সপ্তাহে পাকিস্তানে পৌঁছে সেখানকার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করতে দেখা যায় জ়াকির নায়েককে।
দিল্লি, ৭ অক্টোবর: শিশুদের উপর যৌন হেনস্থ বাড়ছে। যে সমস্ত মানুষ ধর্মপ্রাণ, সেই সব এলাকায় কেন শিশুদের উপর যৌন হেনস্থার ঘটনা বাড়ছে। পিস টিভির সম্প্রচারক জ়াকির নায়েককে (Zakir Naik) এমন প্রশ্ন করেন এক পাকিস্তানি (Pakistani Gairl) কন্যা। করাচিতে (Karachi) যখন জ়াকির নায়েকের অনুষ্ঠান চলছিল, সেই সময় এক পাসতুন-কন্যার গলায় জ়াকির নায়েকের প্রতি এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। যা শুনে কার্যত ক্ষেপে ওঠে জ়াকির। তাঁদের ধর্মে বিশ্বাসী কোনও মানুষ কখনও শিশুদের যৌন হেনস্থা করতে পারেন না। তাই তাঁকে যে প্রশ্ন করা হয়েছে, তা পুরোপুরি ভুল বলে স্বীকার করতে হবে। করাচির প্রকাশ্যে অনুষ্ঠানে এমনই দাবি জানায় জ়াকির নায়েক। প্রকাশ্য অনুষ্ঠানে ওই পাসতুন-কন্যার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও শুরু হয়ে যায় ভারতে নিষিদ্ধ পিস টিভির সম্প্রচারকের।
দেখুন জ়াকির নায়েক এবং পাকিস্তানি কন্যার উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিয়ো...
সম্প্রতি পাকিস্তানে হাজির হয় জ়াকির নায়েক। ২০১৬ সালে ভারত থেকে পালিয়ে পাকাপাকিভাবে মালয়েশিয়ায় বসবাস শুরু করে পিস টিভির সম্প্রচারক। জ়াকির নায়েক ভারত ছাড়ার পর এবার পাকিস্তানে যায় এক মাসের জন্য। গত সপ্তাহে পাকিস্তানে পৌঁছে সেখানকার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করতে দেখা যায় জ়াকির নায়েককে।
জ়াকির নায়েকের পাক সফরকেকটাক্ষ করা হয় দিল্লির তরফে। জ়াকির নায়েকের পাকিস্তান সফর অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করা হয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। তবে জ়াকির নায়েকের পাকিস্তান সফরে ভারত একেবারেই অবাক হচ্ছে না বলেও মন্তব্য করা হয় দিল্লির (Delhi) তরফে।