Vice Bankruptcy: বিনিয়োগকারীর খোঁজে অপেক্ষায়,দেউলিয়ার পথে ভাইস মিডিয়া
২০১৭ সালে টিপিজি গ্রুপ(TPG Group) থেকে বিনিযোগ পাওয়ার পর ভাইসের বাজারমূল্য দাঁড়িয়েছিল ৫.৭ বিলিয়ন ডলার
দেউলিয়ার পথে ভাইস মিডিয়া কোম্পানি । ২০১৩ সালে তৈরি হওয়া এই নিউজ মিডিয়া বর্তমানে দেউলিয়া হওয়ার পথে। তবে তার আগে যদি কোন বিনিয়োগকারী খুঁজে পাওয়া যায় সেই অপেক্ষায় রয়েছে সংস্থাটি। কিন্তু তা যদি একান্তই না পাওয়া যায় তাহলে দেউলিয়ার পথেই হাঁটবে এই সংস্থা।
নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সংস্থাটি নতুন বিনিয়োগকারী পাওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র থেকে জানা গেছে সংস্থাটিকে কেনার ক্ষেত্রে ৫ টির বেশি সংস্থা আগ্রহী রয়েছে।যদিও সেই আশা ধীরে ধীরে কমছে বলে জানা গেছে।
২০১৭ সালে টিপিজি গ্রুপ(TPG Group) থেকে বিনিযোগ পাওয়ার পর ভাইসের বাজারমূল্য দাঁড়িয়েছিল ৫.৭ বিলিয়ন ডলার।কিন্তু বর্তমানে সেই পরিমান প্রায় নগন্য বলা চলে।
আপাতত সাধারন ভাবেই চলবে ভাইসের কাজকর্ম । তবে ৪৫ দিনের মধ্যে নিলামে তোলা হবে হবে সংস্থাটিকে।
প্রায় দু দশক আগে মন্ট্রিলে একটি ম্যাগাজিন হিসেবে কাজ শুরু হয়েছিল ভাইসের। তারপর ধীরে ধীরে সেটি বড় একটি মিডিয়া হাউজের রুপ নেয়।তারপর ২০১৫ তে ডিজনি এই সংস্থায় প্রচুর বিনিয়োগ করে এবং প্রায় ৩ বিলিয়ন ডলারে কিনে নেয় ভাইসকে।