US Shooting: মার্কিন মুলুকে আবারও চলল গুলি, বেঘোরে প্রাণ হারালেন টিভি সাংবাদিক সহ ৩ 

বুধবার রাতে এক সাংবাদিক সম্মেলন চলাকালীন গুলি লেগে মৃত্যু হয়েছে সাংবাদিকের।

Gun (Photo Credit: PIXABAY)

মায়ামি, ২৩ ফেব্রুয়ারিঃ মার্কিন মুলুকে আবারও চলল গুলি। আততায়ীর গুলিতে বেঘোরে প্রাণ হারালেন এক টিভি সাংবাদিক সহ তিন জন (US Shooting)। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

বুধবার ফ্লোরিডার একাধিক জায়গায় গুলি চলেছে (US Shooting)। আর সেই গুলি চালানোর খবর করতে গিয়ে গুলিতেই প্রাণ হারালেন ফ্লোরিডার স্পেকট্রাম নিউজ ১৩ (Spectrum News 13) নামে এক নিউজ চ্যালেনের সাংবাদিক। বুধবার রাতে এক সাংবাদিক সম্মেলন চলাকালীন গুলি লেগে মৃত্যু হয়েছে সাংবাদিকের। মার্কিন মুকুলে এদিন গুলি চলার ঘটনা স্বীকার করে নিয়েছেন স্থানীয় অরেঞ্জ কান্ট্রি শেরিফ জন মিনা।

ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কেইথ মেলভিন মসেসকে গ্রেফতার করা হয়েছে। ১৯ বছরের মেলভিনের উপর খুনের অভিযোগ আরোপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে কী কারণে অভিযুক্ত এমন কাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চালাছে পুলিশ।

মার্কিন মুলুকে গুলি চালানোর ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে (US Shooting)। ফলে সে দেশে আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ আইন লাগু হতে চলেছে বলেই খবর।