US Presidential Election Results 2024: ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে গেলেন কন্যা ইভাঙ্কা? দেখাই গেল না প্রথম পক্ষের মেয়েকে

সূত্রের খবর, ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জ়ারেড কুশনের সব সময় ডোনাল্ড ট্রাম্পের পাশে রয়েছেন, তাঁকে সমর্থন জোগাচ্ছেন। তবে সরাসরি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন বলে ঘোষণা করেন ইভাঙ্কা।

Donald Trump, Ivanka Trump (Photo Credit: Instagram)

দিল্লি, ৬ নভেম্বর:  আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election Results 2024) এবার কেন দেখা গেল না ট্রাম্প (Donald Trump) কন্যা ইভাঙ্কাকে (Ivanka Trump)? নির্বাচনের প্রায় শেষ পর্বে এসেও এমন প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। ডোনাল্ড ট্রাম্পের পাশে স্ত্রী মেলানিয়াকে এক, আধবার দেখা গেলেও, কন্যা ইভাঙ্কার ছায়াও পড়েনি। কেন ইভাঙ্কা এবারের নির্বাচনে বাবার পাশ থেকে সরে গেলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জ়ারেড কুশনের সব সময় ডোনাল্ড ট্রাম্পের পাশে রয়েছেন, তাঁকে সমর্থন জোগাচ্ছেন। তবে সরাসরি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন বলে ঘোষণা করেন ইভাঙ্কা। স্ত্রীর পাশাপাশি জ়ারেডও রাজনীতি থেকে কূরে রয়েছেন বলে খবর। সেই কারণেই ইভাঙ্কা এবং জ়ারেডকে এবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন এবং প্রচার পর্বে একেবারেই দেখা যায়নি বলে খবর। রাজনীতির আঙ্গিনা থেকে তিনি বর্তমানে শতহস্ত দূরে রয়েছেন। তবে বাবার জন্য ভালবাসা এবং সমর্থন সব সময় রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্পের প্রথম পক্ষের কন্যা ইভাঙ্কা।

আরও পড়ুন: US Presidential Election Results 2024: বড় খবর, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প, রিপোর্ট

ট্রাম্প কন্যার কথায়, রাজনীতি অত্যন্ত কঠিন একটি জায়গা। যেখানে থাকলে, তার ছায়া সন্তানের উপর পড়ে। ফলে নিজের সন্তানদের উপর তিনি কখনও কালো ছায়া পড়তে দেবেন না। সেই কারণে সন্তানদের সঙ্গে বসে আলোচনা করে তবেই ইভাঙ্কা রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। প্রসঙ্গত ইভাঙ্কা ট্রাম্প এবং জ়ারেড কুশনের ৩ সন্তানের মা-বাবা।

জ়ারেডও এ বিষয়ে স্ত্রীর সঙ্গে সহমত বলে জানান সম্প্রতি এক সাক্ষাৎকারে। জ়ারেড জানান, তাঁরা ট্রাম্পের সমর্থক এবং ভক্ত। তবে রাজনীতি থেকে সরে যাওয়ার যে সিদ্ধান্ত ইভাঙ্কা নিয়েছেন, তাঁকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করেন।



@endif