Usha Chilukuri Become First Indian-Origin Second Lady In US: ট্রাম্পের জয়ে ভারতের শিকড়, আমেরিকার সেকেন্ড লেডি হচ্ছেন অন্ধ্রের ঊষা চিলুকুড়ি
ডোনাল্ড ট্রাম্প জিততেই অন্ধ্রপ্রদেশের ভাদলুরু নামের ওই গ্রামের বাজি ফাটতে শুরু করে। এবার ঊষা চিলুকুড়ি হচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী। অর্থাৎ মার্কিন সেকেন্ড লেডি।
দিল্লি, ৬ নভেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রে (US Presidential Election Results 2024) ফের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ৭৪ বছর বয়সী ট্রাম্প জিততেই ভাইস প্রেসিডেন্টের নামও ঘোষণা হয়েছে। এবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জে ডি ভান্স (JD Vance)। আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভুদ আমেরিকার সেকেন্ড লেডি। ঊষা চিলুকুড়ির (Usha Chilukuri) শিকড় অন্ধ্রপ্রদেশের ভাদলুরু। প্রত্যন্ত ওই গ্রামে থাকতেন ঊষা চিলুকুড়ির পূর্বজরা। তাই ডোনাল্ড ট্রাম্প জিততেই অন্ধ্রপ্রদেশের ভাদলুরু নামের ওই গ্রামের বাজি ফাটতে শুরু করে। এবার ঊষা চিলুকুড়ি হচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী। অর্থাৎ মার্কিন সেকেন্ড লেডি। তাই ভারতীয় বংশোদ্ভুদ ঊষা চিলুকুড়িকে নিয়ে ভারতীয়দের মধ্যেও জোর চর্চা শুরু হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ালে স্কুলে পড়ার সময় জে ডি ভান্সের সঙ্গে পরিচয় হয় ঊষা চিলুকুড়ির। ২০১৪ সালে জে ডি ভান্স এবং ঊষা চিলুকুড়ি সাতপাকে বাঁধা পড়েন। এবার সেই ঊষাই হচ্ছেন আমেরিকার সেকেন্ড লেডি।