Donald Trump Net Worth: রিয়েল এস্টেট থেকে ওয়াইন, ডোনাল্ড ট্রাম্পের সুবিশাল সম্পত্তি, আমেরিকার প্রেসিডেন্ট কত টাকার মালিক জানেন

ডোনাল্ড ট্রাম্পের যে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, তা তিনি ক্রমাগত বৃদ্ধি করেছেন। ফলে আমেরিকার পাশাপাশি বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রাম্পের ব্যবসা। রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি গল্ফ কোর্সও রয়েছে ট্রাম্পের। রয়েছে ওয়াইন তৈরির ব্যবসাও।

Donald Trump (Photo Credit: Facebook)

দিল্লি, ৬ নভেম্বর: ফের আমেরিকার প্রেসিডন্ট নির্বাচিত (US Presidential Election Results 2024) হলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে (Kamala Harris) হারিয়ে আমেরিকার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন ফের হোয়াইট হাউসের রাশ নিজের হাতে নিচ্ছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট কত টাকার মালিক, তাঁর কত সম্পত্তি (Donald Trump Net Worth) রয়েছে! এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আরও পড়ুন: US Presidential Election Results 2024: নির্বাচনে বিশাল জয়, 'বন্ধু' ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী, এক্সে উজ্জ্বল পুরনো ছবি

রিপোর্টে প্রকাশ, মার্কিন মুলুকে যে কজন ধনী রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৬ বিলিয়ন। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ৬ বিলিয়নের মালিক।

গত কয়েক বছরে জনপ্রিয় হয়েছে ট্রাম্প মিডিয়া। অর্থাৎ সংবাদমাধ্যমের একটি বড় অংশের মালিক ট্রাম্প নিজে। এসবের পাশাপাশি আমেরিকার একাধিক প্রাসাদ রয়েছে ট্রাম্পের। সেই সঙ্গে ব্যক্তিগত জেট থেকে শুরু করে বিলাসব্যসনের সমস্ত কিছু রয়েছে ট্রাম্পের নিজস্ব জগতে। কমলা হ্যারিসকে পরাজিত করে বিশ্বের অন্যতম ধনী প্রেসিডেন্ট হিসেবে ফের নির্বাচিত হলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের যে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, তা তিনি ক্রমাগত বৃদ্ধি করেছেন। ফলে আমেরিকার পাশাপাশি বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রাম্পের ব্যবসা। রিয়েল এস্টেটের ব্যবসার পাশাপাশি গল্ফ কোর্সও রয়েছে ট্রাম্পের। রয়েছে ওয়াইন তৈরির ব্যবসাও। ট্রাম্পের এই ব্যবসা দেখভাল করেন তাঁর ছেলে এরিক। ভার্জিনিয়ায় ২০১২ সাল থেকে ট্রাম্পের এই ওয়াইন কোম্পানির কর্মকাণ্ড প্রসারিত হচ্ছে বলে জানা যায়। ট্রাম্পের সঙ্গে তাঁর বর্তমান স্ত্রী মেলানিয়াও ব্যবসায় যুক্ত (অতীতে মডেল ছিলেন)। ফলে ট্রাম্পের যত ব্যবসা রয়েছে, তা ক্রমশ ফুলফেঁপে উঠতে শুরু করেছে।

ট্রাম্প-কন্যা ইভাঙ্কাও ফ্যাশন ব্র্যান্ডের মালিক। স্বামী জ়ারেডের সঙ্গে সমানতালে দেশে, বিদেশে নিজের ব্যবসার সম্প্রসারণ করছেন ইভাঙ্কা ট্রাম্প।



@endif