Donald Trump: এখনও বিপদমুক্ত নন, হোয়াইট হাউসে ফিরেই মাস্ক খুলে ফেললেন ডোনাল্ড ট্রাম্প
ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে করোনাভাইরাস জনিত অসুস্থতার চিকিৎসার পর সোমবার হোয়াইট হাউসে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এদিকে হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেছেন প্রেসিডেন্ট এখনও ভাইরাসমুক্ত নন। তবে তা সত্ত্বেও হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার থেকে অবতরণের পর ব্লু রুম ব্যালকনি দিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসি, ৬ অক্টোবর: ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে করোনাভাইরাস জনিত অসুস্থতার চিকিৎসার পর সোমবার হোয়াইট হাউসে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এদিকে হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেছেন প্রেসিডেন্ট এখনও ভাইরাসমুক্ত নন। তবে তা সত্ত্বেও হোয়াইট হাউসে ফিরে মাস্ক খুলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার থেকে অবতরণের পর ব্লু রুম ব্যালকনি দিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। সাউথ পোর্টিকো দিয়ে উপরে চলে আসেন। এরপর ব্যালকনি থেকে দর্শকদের উদ্দেশে থাম্বস আপ দেখানোর আগে মাস্ক খুলে পকেটে পুরে নেন প্রেসিডেন্ট। আরও পড়ুন-Nobel Prize in Medicine 2020 Winners: হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন এই তিন বিজ্ঞানী
হোয়াইট হাউসের চিকিৎসক ডাক্তার শন কনলি বলেছেন, ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে কোভিড-১৯ চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার জন্য এই সংক্রান্ত যাবতীয় পদ্ধতি অবলম্বন করেছেন প্রেসিডেন্ট। যদিও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। আমাদের মূল্যায়ণ সম্পর্কে আমি এবং আমার গোটা টিম একমত। তাঁর ক্লিনিক্যাল স্টেটাস বলছে, নিরাপদেই হোয়াইট হাউসে ফিরেছেন প্রেসিডেন্ট। যেখানে তিনি ২৪ ঘণ্টাই বিশ্বের এক নম্বর মেডিক্যাল কেয়ারে থাকবেন। করোনা চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাই টুইট করেই ট্রাম্প জানিয়েছিলেন, সোমবার স্থানীয় সন্ধ্যা সাড়ে ছটায় তিনি ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টার ছাড়বেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আজ সন্ধ্যা সাড়ে ছটার সময় এই ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টার ছাড়ব। সত্যিই ভাল আছি। কোভিড নিয়ে ভয় পাবেন না। নিজের জীবনের নিয়ন্ত্রণ এর হাতে তুলে দেবেন না।” গত বৃহস্পতিবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।