Coronavirus Outbreak In US: করোনার আতঙ্কে মার্কিন মুলুকের মুদি দোকানে খাবারের আকাল, পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে আশ্বাস ডোনাল্ড ট্রাম্পের
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল পড়েছে এমন হোর্ডিংয়ের বিরুদ্ধে এবার সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আতঙ্কের মধ্যেই দেশবাসীর উদ্দেশে ট্রাম্পের বার্তা, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে সোর্স রয়েছে তা দারুণ শক্তিশালী। কোনও জিনিসেরই কমতি নেই। সব ঠিক আছে, তাই এনিয়ে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। গত রবিবার মার্কিন মুলুকের বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানলে একটাই ছবি ভাইরাল হয়েচে। সেখানে দেখা যাচ্ছে মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাত্রগুলি একেবারে ফাঁকা। সেই ছবিতেই দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আসরে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। সকলকে আতঙ্কিত না হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
ওয়াশিংটন, ১৬ মার্চ: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল পড়েছে এমন হোর্ডিংয়ের বিরুদ্ধে এবার সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আতঙ্কের মধ্যেই দেশবাসীর উদ্দেশে ট্রাম্পের বার্তা, বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যে সোর্স রয়েছে তা দারুণ শক্তিশালী। কোনও জিনিসেরই কমতি নেই। সব ঠিক আছে, তাই এনিয়ে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। গত রবিবার মার্কিন মুলুকের বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানলে একটাই ছবি ভাইরাল হয়েচে। সেখানে দেখা যাচ্ছে মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাত্রগুলি একেবারে ফাঁকা। সেই ছবিতেই দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আসরে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। সকলকে আতঙ্কিত না হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
স্পেন ইটালির মতো ইউরোপের দেশগুলি একেবারে লকডাউনে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে চিন্তিত মার্কিন মুলুকের বাসিন্দারা প্রয়োজনীয় দ্রব্যাদি কেনে বাড়িতে মজুত করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে মুদি দ্রব্যের যেসব সংস্থা রয়েছে তাদের কর্তাদের সঙ্গে রবিবার বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১২ জন সংস্থা কর্তার সঙ্গে আলোচনার পর হোয়াইট হাউসের এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আমি বলতে চাই জনসাধারণকে বাড়ির বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করতে হবে না। খাবার মজুত করার দরকার নেই। আমরা সবাই ভাল থাকব। সবাই চিন্তা কমান, আনন্দে থাকুন। তাই খাবার মজুত করতে গিয়ে শোরুম ফাঁকা করে দেবেন না। ইিতমদ্যেই ওয়ালমার্ট জানিয়েছে, ক্রিসমাসেও এত বিক্রিবাট্টা হয় না, এখন যা হচ্ছে। এত আতঙ্কের কিছু নেই সব স্বাভাবিক হয়ে যাবে।” আরও পড়ুন- ED Summoned Anil Ambani: ইয়েস ব্যাংকের আর্থিক তছরূপের মামলায় ইডির নিশানায় অনিল আম্বানি, ডেকে পাঠানো হল রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যানকে
দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ব্যবস্থা খুব ভাল। তাই বাসিন্দাদের একলপ্তে অনেক জিনিস কিনে মজুত করার দরকার নেই। মারণ রোগ করোনাভাইারাসের ত্রাসে কাঁপছে দেশের বাণিজ্যনগরী। এই পরিস্থিতিতে সমস্ত শহরজুড়ে শুধু কোভিড-১৯ এর সুরক্ষা সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়া হোর্ডিং টাঙানো যেতে পারে। বিজ্ঞাপন দাতাদের এমনই ছাড়পত্র দিল বৃহন্মুম্বই পুরসভা (BMC)। আজ অর্থাৎ ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্তই এই সচেতনতা মূলক প্রচারই চলবে হোর্ডিংয়ে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে. এই নিয়ম যদি কেউ লঙ্ঘন করে তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।