US Hands Bagram Airfield to Afghans: প্রায় ২০ বছর, আফগানিস্তানের বাগরাম এয়ারফিল্ড ছাড়ল মার্কিন সেনা

প্রায় ২০ বছর বাদে আফগানিস্তানের বাগরাম এয়ারফিল্ড (Bagram Airfield) ছাড়ছে মার্কিন সেনা৷ ৯/১১-র টুইনটাওয়ার্স ধ্বংসের মূল চক্রীকে ধরতেই আফগানিস্তানে মার্কিন সেনার পদার্পণ ঘটে৷ তালিবানদের পর্যুদস্ত করার পাশপাশি ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা৷ সবমিলিয়ে এই যুদ্ধের উপকেন্দ্র ছিল বাগরাম এয়ারফিল্ড৷

বাগরাম এয়ারবেস (Photo Credit: Wikimedia Commons)

কাবুল, ২ জুলাই: প্রায় ২০ বছর বাদে আফগানিস্তানের বাগরাম এয়ারফিল্ড (Bagram Airfield) ছাড়ছে মার্কিন সেনা৷ ৯/১১-র টুইনটাওয়ার্স ধ্বংসের মূল চক্রীকে ধরতেই আফগানিস্তানে মার্কিন সেনার পদার্পণ ঘটে৷ তালিবানদের পর্যুদস্ত করার পাশপাশি ওসামা বিন লাদেনকে খুঁজে বের করা৷ সবমিলিয়ে এই যুদ্ধের উপকেন্দ্র ছিল বাগরাম এয়ারফিল্ড৷ মার্কিন সেনার তরফে বাগরাম এয়ারফিল্ডটি পুরোপুরিভাবে আফগান জাতীয় সুরক্ষাবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়৷ তবে বিষয়টি প্রচারের আলোয় নিয়ে আসার অনুমোদন না থাকায় সবটাই হয় অন্তরালে৷ তবে এয়ার ফিল্ডের হাতবদল হলেও বাহিনীকে সুরক্ষিত রাখার ক্ষমতা এখনও আফগানিস্তানে নিযুক্ত মার্কিন শীর্ষ কম্যান্ডার জেনারেল অস্টিন এস মিলারের হাতেই রয়েছে৷ এই তথ্য দিয়েছেন সেখানকার এক আধিকারিক৷    আরও পড়ুন-Lytton Wildfire Videos: ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাড়খাড় লিটন, গরমে দিশেহারা কানাডাবাসী