US Shooting: জো বিডেনের জয়ের উদযাপনের মধ্যেই চলল গুলি, সিয়াটেলে মৃত্যু যুবকের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন (Joe Biden)। রবিবার রাতে এই খবরে যখন মার্কিন জনতা রাজপথে নেমে উৎসবে মেতেছে, তখনই চলল গুলি। সিয়াটেল শহরের বুকেই ঘটল মর্মান্তিক ঘটনা। উৎসাহী জনতার ভিড়ে চলল গুলি। গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জো বিডেনকে জয়ী ঘোষণার সময় দেশজুড়ে বিভিন্ন শহরের প্রাণকেন্দ্র জমেছিল ভিড়। সিয়াটেল শহরও তার বাইরে ছিল না। সেখানে এই গুলি চালনার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রতীকী ছবি(Photo Credit: ANI)

সিয়াটেল, ৯ নভেম্বর: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন (Joe Biden)। রবিবার রাতে এই খবরে যখন মার্কিন জনতা রাজপথে নেমে উৎসবে মেতেছে, তখনই চলল গুলি। সিয়াটেল শহরের বুকেই ঘটল মর্মান্তিক ঘটনা। উৎসাহী জনতার ভিড়ে চলল গুলি। গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জো বিডেনকে জয়ী ঘোষণার সময় দেশজুড়ে বিভিন্ন শহরের প্রাণকেন্দ্র জমেছিল ভিড়। সিয়াটেল শহরও তার বাইরে ছিল না। সেখানে এই গুলি চালনার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পূর্ব পরিকল্পনা মাফিক ইচ্ছে করেই কী ভিড়ের মাঝে আততায়ী গুলি চালালো? আরও পড়ুন-Coronavirus Cases In India: ২৪ ঘণ্টায় কমল ২ হাজার ৯৯২টি অ্যাকটিভ কেস, ভারতে মোট করোনা আক্রান্ত ৮৫,৫৩,৬৫৮ জন

নাকি কোনওভাবে আচমকা গোলমালের জেরে চলেছে গুলি? উদযাপনের ভিড়ে পিস্তল নিয়েই বা কী করছিল অভিযুক্ত। ঘটনার সত্য উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।



@endif