Melania Trump Wooden Sculpture: আমেরিকার স্বাধীনতা দিবসের দিনে অঘটন, স্লোভেনিয়ায় পুড়ল মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তি

এমনিতেই মহামারী করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত আমেরিকা। তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে জনমানসে জমছে ক্ষোভ। এরই মধ্যে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের ভাস্কর্য পুড়ল স্লোভেনিয়ায়। কেউ ইচ্ছে করেই মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তি পুড়িয়ে দিয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বার্লিনের বাসিন্দা আমেরিকান শিল্পী ব্রাড ডাওনি। এই ভাস্কর্যটি ছিল স্লোভেনিয়ার সেভনিকা এলাকায়। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য বলছে, আমেরিকা স্বাধীনতা দিবসের দিন ৪ জুলাই ভাস্কর্যটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ৫ জুলাই পুলিশের তরফে খবর মেলার পরেই পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য নষ্ট করার নেপথ্যে কী কারণ তা জানতে চেয়েছেন ব্রাড ডাওনি।

স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তি Photo Credit: Facebook)

স্লোভানিয়া, ৯ জুলাই: এমনিতেই মহামারী করোনাভাইরাসের সংক্রমণে বিধ্বস্ত আমেরিকা। তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে জনমানসে জমছে ক্ষোভ। এরই মধ্যে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের ভাস্কর্য পুড়ল স্লোভেনিয়ায়। কেউ ইচ্ছে করেই মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তি পুড়িয়ে দিয়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন বার্লিনের বাসিন্দা আমেরিকান শিল্পী ব্রাড ডাওনি। এই ভাস্কর্যটি ছিল স্লোভেনিয়ার সেভনিকা এলাকায়। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য বলছে, আমেরিকা স্বাধীনতা দিবসের দিন ৪ জুলাই ভাস্কর্যটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ৫ জুলাই পুলিশের তরফে খবর মেলার পরেই পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভাস্কর্য সরিয়ে নেওয়া হয়েছে। মেলানিয়া ট্রাম্পের ভাস্কর্য নষ্ট করার নেপথ্যে কী কারণ তা জানতে চেয়েছেন ব্রাড ডাওনি।

উল্লেখ্য, মেলানিয়া ট্রাম্পের এই কাঠের মূর্তি স্থাপনের নেপথ্যেও রয়েছে বলিষ্ঠ কারণ। যার সঙ্গে মার্কিন মুলুকের রাজনৈতিক পরিস্থিতিও যুক্ত। এছাড়াও এই ভাস্কর্য মার্কিন ফার্স্ট লেডির স্টেটাসও বোঝায়। একজন অভিবাসী হয়েও মেলানিয়া ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টকে বিয়ে করেছেন। যদি কাঠের ভাস্কর্য নষ্টে অভিযুক্তকে পুলিশ ধরতে পারে তবে তার সঙ্গে কথা বলতে চান ডাওনি। এই ইচ্ছে নিয়ে ইতিমধ্যে পুলিশের দপ্তরে আবেদনও করে ফেলেছেন তিনি। সেই আবেদনের ভিত্তিতেই পুলিশের মুখপাত্র অ্যালেঙ্কা ড্রেনিক সংবাদ সংস্থা রয়টারকে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত এখনও চলছে। যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ তদন্তের কোনো তথ্যই প্রকাশে আনা যাবে না। আরও পড়ুন-Jammu and Kashmir: ভূস্বর্গে জঙ্গি হানায় বাবা ও ভাই-সহ নিহত বিজেপি নেতা ওয়াশিম বারি

তবে মার্কিন ফার্স্ট লেডির কাঠের মূর্তি পোড়ানো প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে মেলানিয়া ট্রাম্পের দপ্তর। মেলানিয়া ট্রাম্পের এই কাঠের ভাস্কর্য তৈরি করেছিলেন স্থানীয় লোকশিল্পী অ্যালেস জুপেভ। বাতাবি লেবুর গাছে কেটেই তৈরি হয় মেলানিয়া ট্রাম্পের মূর্তি। তবে এই প্রথম নয় এর আগে স্লোভেনিয়ার মোরাভেস এলাকায় ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাঠের বিরাট ভাস্কর্য। সেটিও পুড়িয়ে দেওয়া হয় গত জানুয়ারিতে।