US: চকোলেট কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ২
চকোলেট কারখানায় আচমকা আগুন লাগার ফলে মৃত্যু হয়েছে দুজনের। আহত অবস্থায় ছয় জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নয় জন এখনও নিখোঁজ।
ওয়াশিংটন, ২৫ মার্চঃ চকোলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। কারখানার মধ্যে আটকে পড়ে আরও অনেকে। চলছে উদ্ধারকার্য। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫ টা নাগাদ পেনসিলভানিয়ার (Pennsylvania) চকোলেট কারখানায় আগুনটি লাগে (US Chocolate Factory Explosion)।
জরুরি বিভাগ কর্মকর্তা সূত্রে খবর, চকোলেট কারখানায় আচমকা আগুন লাগার ফলে মৃত্যু হয়েছে দুজনের। আহত অবস্থায় ছয় জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নয় জন এখনও নিখোঁজ।
তবে পেনসিলভানিয়ার (Pennsylvania) চকোলেট কারখানায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানায় আগুন লাগার মুহূর্তের মধ্যে চারিদিক ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে এসে পৌঁছান দমকল কর্মীরা। বহুক্ষণের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্ত কারখানার নয় জন কর্মচারীর খোঁজ এখনও মেলেনি।
১৯৪৮ সালে স্থাপিত ওই চকোলেট কারখানায় বর্তমানে ৮৫০-রও বেশি কর্মচারী কর্মরত। ৫০০-র বেশি ধরণের পণ্য উৎপন্ন হয় সেখানে। সংস্থার ওয়েবসাইট সেই তথ্যই প্রকাশ করছে।