US Army Grounds Chinook Helicopter Fleet: চিনুক হেলিকপ্টারের সম্পূর্ণ বহর বসিয়ে দিল মার্কিন সেনাবাহিনী, চিন্তা বাড়ল ভারতের

চিনুক হেলিকপ্টারের সম্পূর্ণ বহরকে (Chinook helicopter) বসিয়ে দিল মার্কিন সেনাবাহিনী (US Army)। ইঞ্জিনে অগ্নিকাণ্ডের (Engine Fires) ঝুঁকির কারণেই পুরো বহরকে বসিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সতর্কতার কারণেই এই ধরনের চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের কাছে প্রায় ১৫টি চিনুক হেলিকপ্টার রয়েছে। গত কয়েক বছর ধরেই লাদাখ এবং সিয়াচেন হিমবাহের মতো জায়গায় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও দ্রুত সেনা মোতায়েনের জন্য ব্যবহার করা হচ্ছে চিনুক।

Chinook Helicopter (Photo: Twitter)

ওয়াশিংটন, ৩১ অগাস্ট: চিনুক হেলিকপ্টারের সম্পূর্ণ বহরকে (Chinook Helicopter) বসিয়ে দিল মার্কিন সেনাবাহিনী (US Army)। ইঞ্জিনে অগ্নিকাণ্ডের (Engine Fires) ঝুঁকির কারণেই পুরো বহরকে বসিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সতর্কতার কারণেই এই ধরনের চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের কাছে প্রায় ১৫টি চিনুক হেলিকপ্টার রয়েছে। গত কয়েক বছর ধরেই লাদাখ এবং সিয়াচেন হিমবাহের মতো জায়গায় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও দ্রুত সেনা মোতায়েনের জন্য ব্যবহার করা হচ্ছে চিনুক।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে চিনুক হেলিকপ্টারের প্রথম ব্যাচ হাতে পেয়েছিল ভারত। ২০২০ সালে ১৫টি হেলিকপ্টারের সরবরাহ শেষ হয়। মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে কয়েকটি হেলিকপ্টারের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ৭০টি বিমানে এই ধরনের ঘটনা ঘটেছে বলে খবর। যদিও তাতে কেউ হতাহত হয়নি। আরও পড়ুন: Mikhail Gorbachev Passes Away: প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ

ভারতের বায়ুসেনায় চিনুক হেলিকপ্টার বহর এখনও চালু রয়েছে। ইঞ্জিনে আগুনের ঝুঁকির কারণে মার্কিন সেনাবাহিনী এই হেলিকপ্টারের বহর বসিয়ে দিতেই নড়চড়ে বসেছেন ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা। ইতিমধ্য়েই হেলিকপ্টারের পুরো বহর বসিয়ে দেওয়ার কারণ জানতে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।