Al-Qaeda Chief Al-Zawahiri: মার্কিন বিমান হানায় হত আলকায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি
কাবুলে মার্কিন বিমান হানায় হত আলকায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি (Al-Qaeda Chief Al-Zawahiri Dead)।
ওয়াশিংটন, ২ অগাস্ট: কাবুলে মার্কিন বিমান হানায় হত আলকায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি (Al-Qaeda Chief Al-Zawahiri Dead)। আমেরিকায় ৯/১১ আমলার মূল চক্রী আলজাওয়াহিরির মৃত্যুর খবর দিয়েছেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন। আরও পড়ুন-Cambodia: স্নান সেরে চার্জে দেওয়া মোবাইল ফোনের উপরেই নিদ্রাচ্ছন্ন, চির ঘুমের দেশে কিশোরী
এক টুইট বার্তায় জাওয়াহিরির মৃত্যুর খবর দিয়ে বাইডেন বলেছেন, “যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের থেকে আমেরিকার মানুষকে রক্ষা করার সংকল্প ও ক্ষমতা প্রদর্শন জারি রেখেছে আমেরিকা।ন্যায়বিচার দেওয়া গেল।কত দেরি হল, সেটা কোনও বিষয় নয়, কোথায় লুকিয়ে থাকার চেষ্টা করেছিলে, তাতে ফারাক পড়ে না। আমরা ঠিক খুঁজে বার করবই।”
জানা গেছে, রবিবার সকাল ৬ টা বেজে ১৮ মিনিটে কাবুলে মার্কিন বিমান হানায় আলজাওয়াহিরির মৃত্যু হয়। মিশরের কায়রো শহরে জন্ম আলজাওয়াহিরির মাথার মূল্য ধার্য হয়েছিল ২.৫ কোটি ডলার। তিনি পেশায় ছিলেন শল্য চিকিৎসা। মার্কিন মুলুকে ৯/১১-র হামলার অন্যতম মূলচক্রী ওসামা বিন লাদেনের সহচর ছিলেন এই জাওয়াহিরি। পর পর দুই প্রধানের মৃত্যুতে জঙ্গিদল আলকায়দার কোমর ভেঙে গেল বলে অনেকেই মনে করছেন।