Ukraine-Russia War: খেরসন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করতেই জাতীয় পতাকা তুললেন ইউক্রেনীয়রা, দেখুন

খেরসন প্রদেশ থেকে যখন রুশ সেনা প্রত্যাহার করা হচ্ছে, সেই সময় একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশ থেকে রুশ সেনা চলে যেতেই সেখানে জাতীয় পতাকা তোলা হয়। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও।

Ukraine's Kherson Regio (Photo Credit: Screen Grab)

কিভ, ১১ নভেম্বর:  দীর্ঘ ৮ মাস পর খেরসন প্রদেশ থেকে সেনা প্রত্যাহর করছে রাশিয়া। বৃহস্পতিবার দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশ থেকে সেনা বাহিনা প্রত্যাহার শুরু করে ভ্লাদিমির পুতিনের সরকার। এমন খবর প্রকাশ্যে আসতেই যেমন গোটা বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়েছে, তেমনি ইউক্রেনীয়রাও নিজেদের মত করে মুক্তির আনন্দ উজ্জাপন শুরু করেছেন। খেরসন প্রদেশ থেকে যখন রুশ সেনা প্রত্যাহার করা হচ্ছে, সেই সময় একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশ থেকে রুশ সেনা চলে যেতেই সেখানে জাতীয় পতাকা তোলা হয়। গাওয়া হয় জাতীয় সঙ্গীতও।

কেরসনের স্ট্যানস্লাভে যকন জাতীয় পতাকা তোলার পাশাপাশি জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মানুষ, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের পর থেকে যখন গোটা বিশ্ব জুড়ে রাশিয়ার সমালোচনায় তোলপাড় শুরু হয়, সেই সময় স্ট্যানস্লাভের এমন ভিডিয়ো নিয়েও শুরু হয়েছে চর্চা।



@endif