Ukraine War: সুন্দরী মডেল থেকে স্কুল শিক্ষিকা, রাঁধুনি- ইউক্রেনের মহিলা সেনারা রুশ যুদ্ধে কাঁপাচ্ছেন
রাশিয়ার একের পর এক আক্রমণে ক্রমশ শেষ হয়ে আসছে ইউক্রেন। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবার পাল্টা আক্রমণও করেছে ইউক্রেন।
কিভ, ২৪ জুন: রাশিয়ার একের পর এক আক্রমণে ক্রমশ শেষ হয়ে আসছে ইউক্রেন। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সাহায্য নিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবার পাল্টা আক্রমণও করেছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার মত দুনিয়ার অন্যতম বড়-শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়া ছোট দেশ ইউক্রেন স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়ছে। রুশ আক্রমণে ইউক্রেনের কয়েক লক্ষ সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেন সেনার এখন মূল শক্তির জায়গা মহিলা ব্রিগেড।
ইউক্রেনের মহিলা সেনাদের অধিকাংশই এর আগে কখনও যুদ্ধ লড়েনি, সেনাবিহানীর কাজ নিয়েও তেমন ধারনা ছিল না। তাদের মধ্যে অনেকেই হলেন পেশাদার মডেল, কেউ আবার স্কুল শিক্ষিকা, কেউ আবার বড় হোটেলের রাঁধুনির কাজ করতেন। কিন্তু দেশের স্বার্থে, দেশকে রক্ষা করতে সেই সব মহিলারা 'যারা রাঁধে তারা চুলও বাঁধে' মন্ত্রকে সম্বল করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন।
দেখুন ভিডিয়ো
ইউক্রেন প্রশাসনের দাবি, তাদের মহিলা সেনাবাহিনী রাশিয়ানদের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়েছেন। বিভিন্ন জায়গায় রুশ সেনাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন এইসব ইউক্রেন মহিলা সেনারা।