Ukraine-Russia War: ইস্পাত কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা! এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বড়সড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেল রাশিয়া
শনিবার গভীর রাতে রাশিয়ার ইস্পাত কারখানায় ড্রোন (Drone) হামলার চেষ্টা করল ইউক্রেন। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। জানা যাচ্ছে এদিন সকালে একঝাঁক ড্রোন পাঠানো হয় নভোলিপেটস্ক ইস্পাত কারখানায়। তবে কমপক্ষে ৩৬টি ড্রোন আকাশপথেই খতম করেছে এয়ার ডিফেন্স সিস্টেম। এদিন পুতিনের প্রতিরক্ষা দফতর বিষয়টি নিশ্চিত করা হয়। সেই সঙ্গে তাঁরা এও জানায় যে ড্রোনগুলি সফলভাবে হামলা চালায় তাতে ওই ইস্পাত কারখানায় বিশেষ ক্ষতি হয়নি। এমনকী একজনের মৃত্যু হয়নি বলে দাবি করেছে পুতিন সরকার।
স্বাভাবিকভাবেই ইউক্রেনের এই হামলাকে অসফল বলে দাবি করছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনও কিছুই করা হয়নি। যদিও বেশকিছুদিন আগে কিয়েভ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছিল যে রাশিয়ার ইস্পাত তৈরি কারখানাগুলিতে ভারী অস্ত্র তৈরি হচ্ছে। তাই সেগুলিকে গুড়িয়ে দেবে তাঁরা। এই দাবির কয়েকদিনের মধ্যেই জেলেনোস্কির পক্ষ থেকে এই হামলা করা হয়।
যদিও এই ব্যর্থতার পর আপাতত নীরব রয়েছে ইউক্রেন সরকার। প্রসঙ্গত, দিনকয়েক আগে রাশিয়ার বেশকিছু এলাকায় আচমকাই কয়েকজন বন্দুকধারীরা হামলা চালিয়েছিল। ইহুদিদের ধর্মস্থানসহ বেশকিছু চার্চে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল তাঁরা। এই হামলার পর আতঙ্কবাদীদের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে রাশিয়ার পুলিশ প্রশাসন। যদিও ওই ঘটনায় ইউক্রেনে মদতে হয়েছিল বলে দাবি করে রাশিয়া সরকার।