Russia Ukraine War: মস্কোর দিকে ধেয়ে এল একের পর এক ড্রোন, রাশিয়ার অস্ত্রভাণ্ডার-সেনা ঘাঁটি ধ্বংস করতে ইউক্রেনের সাংঘাতিক হামলা

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিনের দেশে এটাই ছিল জেলেনস্কির সবচেয়ে ভয়াবহ এবং ঘাতক ড্রোন হামলা।

Ukraine attack Moscow (Photo Credits: X)

সবে মাত্র আমেরিকার মসনদে বসেছেন ডোনান্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে ফিরেই আন্তর্জাতিক অস্থিরতা দূর করতে যুদ্ধ রোখার বার্তা দিয়েছেন আমেরিয়ার নয়া প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ তো দূর উলটে রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন (Russia Ukraine War)। বলা ভালো পালটা হামলা। রবিবার মস্কোকে নিশানা করে একের পর এক ড্রোন হামলা (Drone Attack) চালিয়েছে ইউক্রেন সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া রয়েছে রাশিয়ার কেমিক্যাল পাওয়ার প্ল্যান্ট। এদিন মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন অন্তত ৩৪টি ড্রোন ছুঁড়েছে বলে জানা যাচ্ছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) শুরু হওয়ার পর থেকে পুতিনের দেশে এটাই ছিল জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সবচেয়ে ভয়াবহ এবং ঘাতক ড্রোন হামলা।

গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের (Kyiv) হলোসিভস্কি এলাকায় আকাশপথে হামলা চালায় রাশিয়া। এরপরেই নিজের দেশের আকাশসীমার প্রতিরক্ষা জোরদার করেন ভলোদিমির জেলেনস্কি। সেই হামলার দুদিনের মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোয় (Moscow) পালটা ড্রোন হামলা ছুঁড়ল ইউক্রেন।

মূলত রাশিয়ার অস্ত্রভাণ্ডার, সেনা ঘাঁটি ধ্বংস করাই ছিল জেলেনস্কি লক্ষ্য। আর সেই মতই মস্কোর প্রায় ২০০ কিলোমিটার দূরের কেমিক্যাল পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো হয় এদিন। ড্রোন হামলার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হামলার জেরে পাওয়ার প্ল্যান্ট থেকে অনর্গল ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। ইউক্রেন হামলার ফলে মস্কোর বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোন খবর এখনও মেলেনি।



@endif