Ukrain-Russia War: মধ্য ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা, নিহত ৪১, দাবি জেলেনস্কির
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যে হামলা শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম বড় আঘাত করে এবারে আছড়ে পড়ে রুশ মিসাইল। ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রসঙ্গত ইউক্রেনে গত ৯০০ দিন ধরে রাশিয়া এক নাগাড়ে হামলা শুরু করে। যে হামলা শুরু হয়, তার মধ্যে এবারের হানাদারি অন্যতম ভয়ঙ্কর বলেও দাবি করেন ইউক্রেনের প্রধান ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে (Ukraine) ফের আছড়ে পড়ল রুশ মিসাইল। মধ্য ইউক্রেনে একটি হাসপাতালের সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে রাশিয়ান (Russia) মিসাইল। যার জেরে পরপর ৪১ জনের মৃত্যু হয়। এমনই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ( Volodymyr Zelensky)। রুশ মিসাইলের আঘাতে ৪১ জনের মৃত্যুর পাশাপাশি ১৮০ জন আহত হন। জেলেনস্কির তরফে এমনও দাবি করা হয়।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে যে হামলা শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম বড় আঘাত করে এবারে আছড়ে পড়ে রুশ মিসাইল। ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রসঙ্গত ইউক্রেনে গত ৯০০ দিন ধরে রাশিয়া এক নাগাড়ে হামলা শুরু করে। যে হামলা শুরু হয়, তার মধ্যে এবারের হানাদারি অন্যতম ভয়ঙ্কর বলেও দাবি করেন ইউক্রেনের প্রধান ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি যে এলাকায় রুশ মিসাইল আছড়ে পড়ে, সেখানে উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলেও জানান ইউক্রেনের প্রধানমন্ত্রী।
শুনুন কী বললেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি...
প্রসঙ্গত রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় হামলা শুরু করেছে ইউক্রেন। বেশ কিছুদিন ধরেই শুরু হয় ইউক্রেনের এই হামলা। যার পালটা আঘাতও শুরু করা হয়েছে বলে দাবি করে মস্কো।