Monkeypox Outbreak: শিয়রে মাঙ্কিপক্স, ইংল্যান্ডে নতুন ৭১ জনের শরীরে মিলল এই ভাইরাস

করোনা ছাপিয়ে এবার ত্রাসের জায়গা নিচ্ছ মাঙ্কিপক্স (Monkeypox Outbreak)। খোদ ইংল্যান্ডে নতুন করে ৭১ জনের শরীরে মাঙ্কিপক্সের জীবাণু মিলেছে।

Monkeypox (Photo Credit: File Photo)

লন্ডন, ৩১ মে: করোনা ছাপিয়ে এবার ত্রাসের জায়গা নিচ্ছ মাঙ্কিপক্স (Monkeypox Outbreak)। খোদ ইংল্যান্ডে নতুন করে  ৭১ জনের শরীরে মাঙ্কিপক্সের জীবাণু মিলেছে। এই তথ্য দিয়েছে সেদেশের স্বাস্থ্যমন্ত্রক। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুয়ায়ী গত ৭ মে প্রথম ইংল্যান্ডে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মিলেছিল। আজ পর্যন্ত সেখানে মোট মাঙ্কিপক্স আক্রান্তের সংক্যা বেড়ে হয়েছে ১৭৯।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁরা ২১ দিনের জন্য নিভৃতবাসে চলে যান। একই সঙ্গেভয়াবহ  সংক্রমণ এড়াতে আক্রান্তের সংস্পর্শে আসা লোকজনকে স্মলপক্সের টিকাও দেওয়া শুরু হয়েছ। পশুর শরীর থেকে মাঙ্কিপক্স মানুষের শরীরে এসেছে। গুটি বসন্তের সঙ্গে এই রোগের সাদৃশ্য রয়েছে। আক্রান্তের শরীরের  ক্ষত, শরীরের তরল,  হাঁচি, কাশি, এবং ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কের মাধ্যমে এই রোগ একজনের শরীর থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়ে। ৬ থেকে ১৩ দিনের মধ্যে মাঙ্কিপক্স শরীরে ফুটে বেরোয়। তবে বিভিন্ন ক্ষেত্রে তা ৫-২১ দিনও হয়ে যেতে পারে।