Twitter: প্রথম দফায় ২৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে পারে টুইটার!
ইলন মাস্ক (Elon Musk) নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পরে থেকেই জল্পনা চলছিল। সোমবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গেল প্রথম দফায় ২৫ শতাংশ কর্মীকে (25% of workforce) ছাঁটাই করার (first round of layoffs) পরিকল্পনা নিয়েছে টুইটার (Twitter) কর্তৃপক্ষ।
ওয়াশিংটন: ইলন মাস্ক (Elon Musk) নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পরে থেকেই জল্পনা চলছিল। সোমবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর থেকে জানা গেল, প্রথম দফায় ২৫ শতাংশ কর্মীকে (25% of workforce) ছাঁটাই করার (first round of layoffs) পরিকল্পনা নিয়েছে টুইটার (Twitter) কর্তৃপক্ষ। বিখ্যাত আইনজীবী আলেক্স সিপ্রো ও মাস্কের দীর্ঘদিনের আইনি প্রতিনিধি (legal representative) চাকরি ছাঁটাইয়ের বিষয়টি দেখছেন বলেও জানা গেছে।
২০২১ সালের শেষ অবধি টুইটারে ৭ হাজারের বেশি কর্মী (employees) কাজ করতেন। কিন্তু, এদের মধ্যে প্রথম দফায় প্রায় ২ হাজার কর্মীর চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি সূত্রের। সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল যে টাকা বাঁচানোর জন্য নভেম্বর এক তারিখের আগেই কর্মীদের চাকরি খেতে চাইছেন বর্তমান মালিক ইলন মাস্ক। যদিও এই খবর ঠিক নয় বলে দাবি করা হয়েছে মাস্কের তরফে। টুইটারের তরফ থেকেও রয়টার্স এই বিষয়ে যে তাদের প্রতিক্রিয়া জানতে অনুরোধ করেছিল তা রাখা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনেক টালবাহানার পর টুইটারের নিয়ন্ত্রণ হাতে নেয় ইলন মাস্ক। তারপরই একে একে চাকরি হারান টুইটারের চিফ এগজিকিউটিভ (Twitter Chief Executive) পরাগ আগরওয়াল (Parag Agrawal), আর্থিক বিভাগের প্রধান (Finance Chief) নেড সেগল (Ned Segal) ও আইন বিষয়ক ও নীতি নির্ধারক (Legal Affairs and Policy Chief) কমিটির প্রধান বিজয়া গাড্ডে (Vijaya Gadde)।