Twitter Staff Bringing Toilet Paper To Office: ট্য়ুইটারের অফিসে নেই 'দুর্গন্ধযুক্ত' শৌচাগার পরিষ্কারের লোক, টয়লেট পেপার সঙ্গে নিয়ে কাজ কর্মীদের
রিপোর্টে প্রকাশ, ট্যুইটারের সানফ্রান্সিসকোর অফিসে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ওই অফিসে ট্যুইটারের কর্মীরা নিজেদের সঙ্গে করে টয়লেট পেপার নিয়ে আসছেন বলে খবর। ট্য়ুইটারের সানফ্রান্সিসকোর কর্মীদের বেশ কয়েকজনের কথায়, কাজের জায়গায় বিভিন্ন দিকে খাবার অবশিষ্টাংশ য়েমন পড়ে রয়েছে, তেমনি শৌচাগর পরিষ্কর করার কোনও লোক নেই।
নিউ ইয়র্ক, ৩১ ডিসেম্বর: এলন মাস্কের (Elon Musk) হাতে ট্যুইটারের ক্ষমতা যাওয়ার পর থেকে একের পর এক বদল আসছে মাইক্রো ব্লগিং কোম্পানির কর্মকাণ্ডে। কখনও ট্যুইটারের (Twitter) কর্মীরা নিজেরা ইস্তফা পত্র তুলে দিচ্ছেন কর্তৃপক্ষের হাতে, আবার কখনও কোম্পানি থেকে চাঁটাই করা হচ্ছে মহিলা কর্মীদের। এবারও তেমনই এক ধরনের ব্যাতিক্রমী ছবি চোখে পড়ল। ট্য়ুইটারের অফিস থেকে শৌচাগার পরিষ্কারের কর্মীদের সরিয়ে ফেলায়, এবার সেখানে বহু কর্মী নিজেদের টয়লেট পেপার সঙ্গে নিয়ে আসছেন। অফিসের দুর্গন্ধযুক্ত শৌচাগারে যাঁরা যেতে পারছেন না, তাঁরা বাড়ি থেকে নিজেদের টয়লেট পেপার নিয়ে আসছেন বলে খবর।
আরও পড়ুন: Twitter Down: ট্য়ুইটার কাজ করছে না, এলন মাস্কের সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠছেন ইউজাররা
রিপোর্টে প্রকাশ, ট্যুইটারের সানফ্রান্সিসকোর অফিসে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ওই অফিসে ট্যুইটারের কর্মীরা নিজেদের সঙ্গে করে টয়লেট পেপার নিয়ে আসছেন বলে খবর। ট্য়ুইটারের সানফ্রান্সিসকোর কর্মীদের বেশ কয়েকজনের কথায়, কাজের জায়গায় বিভিন্ন দিকে খাবার অবশিষ্টাংশ য়েমন পড়ে রয়েছে, তেমনি শৌচাগর পরিষ্কর করার কোনও লোক নেই। ফলে ট্যুইটারের কর্মীরা কীভাবে অফিসে বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এসবের সঙ্গে ট্যুইটারের সিয়াটল অফিসের ভাড়া বাকি পড়ে রয়েছে। শোনা যাচ্ছে সিয়াটলের পাশাপাশি মার্কিন মুলুকে ট্যুইটারের একাধিক আরও অফিসের ভাড়া বাকি পড়ে রয়েছে। সবকিছু মিলিয়ে এলন মাস্কের হাতে ক্ষমতা হস্তান্তরের পর চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে ট্য়ুইটারে।