IPL Auction 2025 Live

Twitter Disables Donald Trump's Video: জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধার্ঘ্য জানানো ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি মুছে দিল টুইটার

মার্কিন পুলিশের কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল গোটা আমেরিকা। প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বের নানা দেশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানিয়ে যে ভিডিওটি শেয়ার করেছিলেন টুইটার কর্তৃপক্ষ তাতে কপিরাইট অর্থাৎ স্বত্ব দাবি করে মুছে দেয়। রয়টার্সের খবর অনুযায়ী, তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটি ৩ জুন পোস্ট করা হয়েছিল। টুইটার বৃহস্পতিবার ভিডিওটি মুছে দেয় বলে জানান যায়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ভিডিওটিতে মার্কিন প্রেসিডেন্ট মিনিয়াপোলিসের কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যায় প্রতিবাদকারীদের উদ্দেশে লেখেন-"আমরা তাদের আবেদন শুনেছি"। টুইটারে ভিডিওটি এক মিলিয়নেরও বেশি মানুষের মতামত আছড়ে পড়ে। ভিডিওটিতে হিংসামূলক উস্কানি রয়েছে বলেও দাবি করে টুইটার।

ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ৫ জুন: মার্কিন পুলিশের কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল গোটা আমেরিকা (US)। প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বের নানা দেশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump), জর্জ ফ্লয়েডকে (George Floyd) শ্রদ্ধা জানিয়ে যে ভিডিওটি শেয়ার করেছিলেন টুইটার কর্তৃপক্ষ (Twitter) তাতে কপিরাইট অর্থাৎ স্বত্ব দাবি করে মুছে দেয়। রয়টার্সের খবর অনুযায়ী, তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটি ৩ জুন পোস্ট করা হয়েছিল। টুইটার বৃহস্পতিবার ভিডিওটি মুছে দেয় বলে জানান যায়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ভিডিওটিতে মার্কিন প্রেসিডেন্ট মিনিয়াপোলিসের কৃষ্ণাঙ্গ ব্যক্তির হত্যায় প্রতিবাদকারীদের উদ্দেশে লেখেন-"আমরা তাদের আবেদন শুনেছি"। টুইটারে ভিডিওটি এক মিলিয়নেরও বেশি মানুষের মতামত আছড়ে পড়ে। ভিডিওটিতে হিংসামূলক উস্কানি রয়েছে বলেও দাবি করে টুইটার।

গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানি এবং রিপাবলিকান কর্মী চার্লি কার্ক করোনাভাইরাস সম্পর্কে ভুল তথ্যের বিষয়ে তার বিধি লঙ্ঘনের জন্য পোস্ট করা একটি টুইট মুছে ফেলে টুইটার। সম্প্রতি জর্জ ফ্লয়েডকে কেন্দ্র করে ট্রাম্পের একটি টুইটও মুছে ফেলে এবং তারা জানায় যে তা সহিংসতার বিষয়ে টুইটার নীতি লঙ্ঘন করেছে। আরও পড়ুন, চলচ্চিত্র পরিচালক বাসু চ্যাটার্জির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টুইটার দাবি করেছে, ঐতিহাসিক প্রেক্ষাপ, সহিংসতার তৈরি করছে এবং যা হিংসা পরিস্থিতি বাড়িয়ে তুলতে পারে। ২৫ মে মিনিয়াপলিসে একজন শেতাঙ্গ পুলিশ অফিসার ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু গেড়ে হত্যা করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে দেশব্যাপী বিক্ষোভ দেখা দিতে শুরু করে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো ফ্লয়েড হত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্রতি হিংসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।